কারেন্ট অ্যাফেয়ার্স ৬ অক্টোবর ২০২২

334
0
Courtesy: The Star

আন্তর্জাতিক
  • এবার সন্ত্রাসবাদী হামলার শিকার হল শিশুরা। থাইল্যান্ডে একটি শিশুদের ডে কেয়ার সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে নৃশংস হামলা চালাল একজন আততায়ী। ২০টি শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতদের মধ্যে ২ বছরের শিশুও রয়েছে। থাইল্যান্ডের নং বুয়া লামফু প্রদেশে প্যানা খামরাব নামে এক আততায়ী এই কান্ড ঘটিয়ে নিজেও আত্মঘাতী হয়েছে।
  • দক্ষিণ মেক্সিকোর একটি শহরে একজন আততায়ীর গুলিতে নিহত হয়েছেন শহরের মেয়র সহ ১৮ জন। গারেরো প্রদেশের সান মিগেল তোতলাপান শহরে এই ঘটনা ঘটেছে।
 জাতীয়
  • দেশে ২০২০সালে ৫ কোটি৬০ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নীচে চলে গেছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি নামের একটি সংস্থা সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করল। ২০১৯-২০ সালে বিশ্ব ব্যাংকের হিসেবে ভারতে দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষের সংখ্যা ১০ শতাংশ। প্রসঙ্গত , আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নীচে আছেন বলে তাঁদের ধরা হয় যাঁদের দৈনিক আয় ১৭৫ টাকার কম।
খেলা
  • লখনৌতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত ৯ রানে হেরে গেল। সিরিজে পিছিয়ে পড়ল ০-১ ব্যবধানে।
  • কাতার বিশ্বকাপ ফুটবল তাঁর শেষ বিশ্বকাপ বলে জানালেন লিওনেল মেসি।
 বিবিধ
  • ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন ফরাসি সাহিত্যের লেখিকা আনি এরনো। ৮২ বছরের আনি এরনো আত্মজৈবনিক কথাসাহিত্যের জন্য বিশিষ্ট। প্রথম উপন্যাস “লে আরমোয়ার ভিদ”। অন্যান্য উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হল ‘লা প্লাস’ , ‘উন ফাম’ , ‘লেজানে’ প্রভৃতি। আনি এরনো নোবেল পাওয়ার পর ফরাসি ভাষায় নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যা হল ১৮ জন। অন্যদিকে ইংরেজি ও জার্মান ভাষায় নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যা হল যথাক্রমে  ২৯ ও ১৪ জন।  সাহিত্যে ১১৯ জন নোবেল পুরস্কার প্রাপকের মধ্যে মহিলাদের সংখ্যা হল ১৭।
  • টাকার দাম রেকর্ড তলানিতে পৌঁছল। এদিন তা হয়েছে প্রতি ডলারের সাপেক্ষে ৮২.১৭ টাকা।