কারেন্ট অ্যাফেয়ার্স ৭ অক্টোবর ২০২২

409
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক 
  • উত্তর পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ১০ লক্ষ মানুষের ওপর চিন নিয়মিত অত্যাচার চালায় , এই অভিযোগে বিতর্ক সভার আয়োজন করতে চেয়েছিল রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল। এজন্য খসড়া প্রস্তাব পেশ করে ব্রিটেন , কানাডা , মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন। চিন তার বিরুদ্ধে ভেটো দিয়েছে। এই প্রস্তাবে সায় জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের ৪৭টি সদস্য দেশের ১৭টি দেশ। ভারত , ব্রাজিল, ইউক্রেন, মেক্সিকোসহ ১১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

 

জাতীয়
  • ২০২৬ সালের মধ্যে চালকবিহীন মেট্রো চলবে চেন্নাইয়ে। দিল্লিতে অবশ্য ইতিমধ্যেই এই প্রযুক্তি প্রচলিত হয়েছে।
খেলা 
  • সৌদি আরবের আল খোবারে আয়োজিত অনূর্ধ্ব ১৭ বছর এ এফ সি কাপে ভারত ৪-১ গোলে পরাস্ত করল মায়ানমারকে। পরপর তিন ম্যাচে জয়লাভ করল ভারত।
  • সার্বিয়ার বিজ্ঞানীরা নতুন প্রজাতির একটা পোকা আবিষ্কার করেছেন। তার ক্ষিপ্রতা ও গতি অসামান্য। তার নামকরণে নোভাক জোকোভিচকে মনে রাখলেন সার্বিয়ার বিজ্ঞানীরা। পোকাটির নাম দেওয়া হল ডুভালিয়াস জোকোভিচ।
  • এই এস এল প্রতিযোগিতার প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্স ৩-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে।
  • আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে বর্ষ সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতলেন ভারতের সিং। পরপর দুবার তিনি এই পুরস্কার জিতলেন। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন তিনি।
  • মহিলাদের এশিয়া কাপে ভারতকে ১৩ রানে হারিয়ে দিল পাকিস্তান।

 

 বিবিধ
  • ২০২২ সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হল। এবার দুটি সংগঠনের সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন বেলারুশের জেলবন্দি মানবাধিকার আন্দোলন কর্মী অ্যালিস। সেই দুটি সংগঠন হল মানবাধিকার সংগঠন— ‘রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল’ এবং ‘ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ’-কেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে।

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ অক্টোবর ২০২২