কারেন্ট অ্যাফেয়ার্স ১০ অক্টোবর ২০২২

375
0
daily current affairs
Courtesy: Aaj Tak

আন্তর্জাতিক 

  • ইউক্রেন জুড়ে হামলা চালাল রাশিয়া । আকাশপথে আক্রমণের জেরে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহর। শুধুমাত্র কিভের কেন্দ্রস্থলেই অন্তত ৫টি বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গিয়েছে বলে দাবি। ইউক্রেন জুড়ে ৮৪টি ধারাবাহিক হামলা হয়েছে বলে জানা গেছে।প্রাণহানির সংখ্যা অন্তত ১১ ।
জাতীয় 
  • প্রয়াত হলেন মুলায়ম সিং যাদব। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এদিন গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। জাতীয় রাজনীতিতে তিনি ছিলেন অন্যতম মুখ। ১৯৬৭ সালে প্রথমবার বিধায়ক হন মুলায়ম। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জারি করা জরুরি অবস্থার সময় জেল খেটেছেন মুলায়ম। উত্তর প্রদেশে ১০ বারের বিধায়ক ছিলেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্শিতে তিনবার বসেছিলেন মুলায়ম। প্রতিষ্ঠা করেছিলেন সমাজবাদী পার্টি। জাতীয় স্তরে এইচ ডি দেবেগৌরা প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী । মুলায়ম সিং যাদব সাতবারের সাংসদ। উত্তর ভারতে তিনি পরিচিত ছিলেন ‘নেতাজি’ নামে।
  • শিবসেনা আগেই দুভাগে ভেঙে গিয়েছিল। এবার তাদের প্রস্তাব থেকেই দুটি গোষ্ঠীর নতুন নাম বেছে নিল নির্বাচন কমিশন। শিবসেনার উদ্ধব থ‍্যাকারে গোষ্ঠীর জন্য নয়া নির্বাচনী প্রতীক বণ্টনও করা হয়েছে। কিন্তু নির্বাচনী প্রতীক হিসাবে একনাথ শিন্ডের গোষ্ঠীর পছন্দের তিনটি প্রতীকই বাতিল করেছে কমিশন। এ ক্ষেত্রে কোনও ‘ধর্মীয় প্রতীকচিহ্ন’ ব্যবহার করতে দেওয়া হবে না জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডের গোষ্ঠীকে নতুন করে আবেদন করতে বলা হয়েছে। কমিশন এদিন জানিয়েছে, উদ্ধব থ‍্যাকারে নেতৃত্বাধীন গোষ্ঠীর নাম হবে শিবসেনা (উদ্ধব বালাসাহেব থ‍্যাকারে )। শিন্ডের গোষ্ঠীর নাম শিবসেনা (বালাসাহেবচি)। উদ্ধব থ‍্যাকারে গোষ্ঠীর নির্বাচনী প্রতীক হবে ‘মশাল’।
খেলা
  • আই এস এলের প্রথম ম্যাচে হেরে গেল মোহনবাগান। সোমবার চেন্নাইয়িন এফসি-র কাছে ১-২ ব্যবধানে হেরে গেল তারা।
  • মহিলাদের এশিয়া কাপে ভারত ৯ উইকেটে হারিয়ে দিল থাইল্যান্ডকে ।
বিবিধ 
  • ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পাচ্ছেন তিন মার্কিন অর্থনীতিবিদ— বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ। বার্নানকে ওয়াশিংটন ডিসির ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক, ডায়মন্ড শিকাগো বিশ্ববিদ্যালয়েরর অধ্যাপক, ফিলিপ সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অর্থনীতিতে ব্যাঙ্কগুলির ভূমিকা, বিশেষত আর্থিক সঙ্কটের সময় বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রেণের জন্য তাদের কার্যকলাপ নিয়ে পথ বদলেছেন তিন অর্থনীতিবিদ । পুরস্কার-মূল্য সমান ভাবে ভাগ হবে তিন জনের মধ্যে।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ৯ অক্টোবর ২০২২