আন্তর্জাতিক
- পাকিস্তানের সোয়াট উপত্যকায় নিরাপত্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা। একদিন আগেই জঙ্গিদের হামলায় এক স্কুল বাস চালকের প্রাণহানি হয়েছিল। অভিযোগের তির পাক তালিবানের দিকে। এদিকে এদিনই পাকিস্তানে পা রাখলেন মালালা ইউসুফজাই। ঠিক দশ বছর আগে তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানে গেলেন।
জাতীয়
- দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়- এর নাম প্রস্তাব করলেন বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত । বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি ভারতের প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল। বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় হলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় – এর পুত্র।
- মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের করিডোর প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির করিডর উন্নয়ন প্রকল্পের প্রথম পর্বের আওতায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি করিডর গড়ে তোলা হয়েছে। যাতে রয়েছে শিবের আনন্দ তাণ্ডব রূপের ১০৮টি কারুকাজ করা স্তম্ভ। এ ছাড়া, শিব এবং শক্তির দু’শোটি মূর্তি এবং ম্যিউরালে রয়েছে। মূল ফটক থেকে মন্দিরের মাঝে বসানো হয়েছে আরও ৯৩টি শিবের মূর্তি। রুদ্রসাগর হৃদের সামনে রাখা হয়েছে ১১১ ফুট উঁচু শিববিবাহ ম্যুরাল। এই প্রকল্পে ব্যয় হয়েছে ৮৫০ কোটি টাকা ।
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
খেলা
- জাতীয় গেমস ফুটবলে সোনা জিতল বাংলা । ফাইনালে বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণে বাংলা হারিয়ে দিল কেরলকে । এদিন আমদাবাদে ৫-০ গোলে কেরলকে হারিয়ে সোনা জিতল বাংলা ফুটবল দল। বাংলার হয়ে হ্যাটট্রিক করলেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। বাকি দু’টি গোল রবি হাঁসদা ও অমিত চক্রবর্তীর ।
- ভুবনেশ্বরের কলিঙ্গ স্টে়ডিয়ামেমেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলে আয়োজক দেশ ভারত প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ০-৮ গোলে পরাস্ত হল।
- নয়াদিল্লিতে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। সিরিজ জয় নিশ্চিত করল ভারত।
বিবিধ
- ইনফোসিসের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন রবি কুমার এস। এই তথ্য প্রযুক্তি সংস্থার কনসালটিং, প্রযুক্তি, পরিকাঠামো, ইঞ্জিনিয়ারিং সমস্ত বিভাগের মাথায় ছিলেন রবি কুমার।