ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে সামনের বছরের ৬মে, বাকিংহাম প্যালেস সূত্রে তা জানানো হল।
মেয়েরা হজ করতে গেলে পুরুষ সঙ্গী বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সৌদি আরব।
নিউজিল্যান্ডের চ্যাথ্যাম এবং পিট দ্বীপের উপকূলে ভেসে এসেছে কয়েকশ তিমির মৃতদেহ। নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার চ্যাথ্যাম সৈকতে ভেসে এসেছে ২৫০টি মরা পাইলট হোয়েল। সোমবার আবার ২৪০টি পাইলট হোয়েল ভেসে আসে পিট দ্বীপের উপকূলে। মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত এই দ্বীপগুলি।
মায়ানমারের সামরিক আদালত দুটি মামলায় মায়ানমারের নেত্রী আং সাং সু কি কে ৩বছরের কারাদণ্ড দিল। তাঁর সাজার মেয়াদ হল মোট ২৬ বছর।
জাতীয়
২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত বৈধ ছিল কীনা তা হলফনামা আকারে জানাতে কেন্দ্রীয় সরকার ও ভারতের রিজার্ভ ব্যাংককে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
তিন তেল সংস্থাকে ২২ হাজার কোটি টাকা অনুদান দিল কেন্দ্রীয় সরকার। গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে তাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হল।
আদানি গোষ্ঠীর কর্ণধার করণ আদানির হাতে তাজপুরে গভীর বন্দর গড়ার অব ইনটেন্ট তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সেপ্টেম্বর মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার হয়েছে ৭.৪১ % যা গত এপ্রিল মাসের পর সবচেয়ে বেশি । অন্যদিকে আগস্ট মাসে শিল্পৎপাদন এর হার সরাসরি কমে গেল ০.৮%।