আন্তর্জাতিক
- ইরাকের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কুর্দিশ নেতা আব্দুল রশিদ লতিফ (৭৮)। ২০০৩-২০১০ সাল পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাঁর লেখাপড়া ব্রিটেনে। প্রায় এক বছর ধরে ইরাকে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে এবার তার অবসান হবে বলে মনে করা হচ্ছে। এদিকে এদিন ইরাকের পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চলার সময় পার্লামেন্টের কাছেই আছড়ে পড়ে নটি রকেট। তাতে জখম হয়েছেন অন্তত ১০ জন।
- চিনের রাজধানী বেজিং ও বাণিজ্যিক হাব সাংহাইতে নতুন করে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। সাংহাইতে সংক্রমণ গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি । ৫টি জেলায় স্কুল কলেজ ,জিম, সিনেমা হল, বার বন্ধ করে দেওয়া হয়েছে।
জাতীয়
- ত্রিপুরা সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে আগরতলা-কলকাতা এক্সপ্রেস ও আগরতলা-খোংসাং জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন তিনি। অন্যদিকে হিমাচল প্রদেশের উনা থেকে নয়াদিল্লি দ্রুতগামী বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- হিজাব মামলায় আপাতত কর্নাটক হাইকোর্টের রায়ই বহাল থাকবে। এদিন সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ খণ্ডিত রায় দেওয়ার ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চতর বেঞ্চে যাবে।
- দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত মুসা কষাই অবশেষে ধরা পড়ল। আই বি অফিসার অঙ্কিত শর্মা খুনে মূল অভিযুক্ত সে।
- আতঙ্ক বাড়িয়ে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিরিশ হাজার পরিয়ে গেল।
খেলা
- এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। বাংলাদেশের সিলেটে সেমিফাইনালে ভারত ৭৪ রানে পরাজিত করল থাইল্যান্ডকে। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কা ১ রানে পরাজিত করল পাকিস্তানকে।
- সুব্রত কাপ অনূর্ধ ১৭ বছর বিভাগে চ্যাম্পিয়ন হল নাগাল্যান্ডের পিলগ্রিম হায়ার সেকেন্ডারি স্কুল। রানার্স হল চন্ডীগড় গভর্নমেন্ট মডেল স্কুল। ৪২ বছর পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন হল নাগাল্যান্ড।
- চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিক! মাত্র ৬ মিনিটের মধ্যেই ৩টি গোল করলেন মহম্মদ সালাহ । মিশরের মেসি নামে পরিচিত মহম্মদ সালাহ লিভারপুলের হয়ে রেঞ্জার্স দলের বিরুদ্ধে খেলার ৭৫ থেকে ৮১ মিনিটের মধ্যে গোলগুলি করলেন। লিভারপুল জিতল ৭-১ গোলে। তিনি ভাঙলেন বাফেতম্বির রেকর্ড। ২০১১ সালে ফ্রান্সের বাফেতম্বি গোমিস ৭ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছিলেন ।
বিবিধ
- স্লেন্ডার লরিস দেশের অন্যতম বিপন্ন প্রাণী। তাদের জন্য দেশের প্রথম অভয়ারণ্য নির্মিত হল তামিলনাড়ুতে। সেখানকার কুরুর ও ডিনডিগুল জেলার প্রায় ১২ হাজার হেক্টর অরণ্য ভূমি জুড়ে স্লেন্ডার লরিসদের জন্য এই অভয়ারণ্য নির্মিত হয়েছে।
- এমবিবিএস পাঠক্রম হিন্দিতে চালু করার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার।