কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মার্চ ২০২১

661
0
daily current affairs
Courtesy: CTV News

আন্তর্জাতিক
  • মায়ানমারে সেনা সরকারের দমন নীতির প্রতিবাদে সে দেশের সঙ্গে ১০.৫ লক্ষ ডলারের জলবিদ্যুৎ প্রকল্প বাতিল করল ফরাসি বিদ্যুৎ সংস্থা ইডিএফ। সেনা প্রশাসন এদিন মায়ানমারের ৫টি সংবাদ মাধ্যমের লাইসেন্স বাতিল করে দিল। তবে বিবিসির আউং থুর নামের যে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল এদিন তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এদিন মোনিওয়ায় নিরপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হল একজন বিক্ষোভকারীর।
  • গত ৫০ বছরে সব থেকে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মুখে পড়ল অস্ট্রেলিয়া। সিডনি ও কুইন্সল্যান্ডের নদী ও বাঁধগুলো উপচে পড়ছে। ভারী বৃষ্টি চলতেই থাকায় বিপদ বৃদ্ধির আশঙ্কা করছে প্রশান।
জাতীয়
  • ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে ওমানের প্রাক্তন সুলতান কাবোস বিন সইদ আল সাইদকে। ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমানকে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই তথ্য জানিয়েছে।
  • করোনা প্রতিষেধক কোভিশিল্ড–এর দুটি ডোজের মধ্যে ছয় থেকে আট সপ্তাহ ব্যবধান রাখার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে তা ২৮ দিনই থাকছে।
  • তৃতীয়বারের জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন অধীররঞ্জন চৌধুরী।

 

বিবিধ
  • ১৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম জানানো হল। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার যৌথভাবে পেলেন মনোজ বাজপেয়ী, ধনুষ। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত। সেরা ছবির পুরস্কার পেল মালয়ালাম ছবি `মরক্কর: আরবিকাদলিন্তে সিংহম’। শ্রেষ্ঠ হিন্দি ছবি `ছিছোরে’। শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত `গুমনামি’। মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেল `জ্যেষ্ঠপুত্র’।
  • এ দিনটি পালিত হয় বিশ্ব জল দিবস হিসাবে। আর এদিনই লোহা-আর্সেনিক-ফ্লোরাইডের দূষণ থেকে পানীয় জলকে মুক্ত করার পদ্ধতিতে আবিষ্কারের কথা জানালেন আইআইটির গুয়াহাটির বিজ্ঞানীরা।
খেলা
  • নয়াদিল্লিতে আইএসএসএফ শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল ভারতের মনু ভাকের-সৌরভ চৌধুরী জুটি। এই নিয়ে এই জুটি ৫ বার বিশ্বকাপ সোনা জিতল। ১০ মিটার মিক্সড এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতল দিব্যাংশ সিং পানোয়ার ও এলাভেলিন ভালারিভান জুটি। পুরুষদের স্কিট টিমও সোনা জিতল। ৬টি সোনা সহ ১৪টি পদক জিতে ভারতের স্থান শীর্ষে রয়েছে।
  • লা লিগায় ৬-১ গোলে সোসিদাদকে পরাস্ত করল বার্সেলোনা। জোড়া গোল করলেন লিওনেল মেসি। তিনি বার্সেলোনার হয়ে ৭৬৮টি ম্যাচ খেলে ভেঙে দিলেন জাভি ফার্ন্দান্দেজের রেকর্ড।
  • ফরাসি লিগে প্যারিস সঁ জা-র হয়ে লিয়োঁর বিরুদ্ধে গোল করলেন কিবিলয়ান এমবাপে। ফ্রান্সে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে শততম গোল করলেন তিনি।