কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জুলাই ২০২১

422
0
HS result 2023 date

আন্তর্জাতিক
  • চীনের উহান গবেষণাগারে নিয়ম লঙ্ঘনের জেরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল কিনা সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের আবেদন খারিজ করে দিল প্রশাসন। বিষয়টি কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করলেন চিনের ন্যাশনাল হেল্থ কমিশনের উপমন্ত্রী জেং ইক্সিন।
  • ৬০ বছরের মধ্যে নজিরবিহীন বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে চিনে। মৃত্যু হয়েছে ২৫ জনের। চিনের  বাইশটি শহরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। লুও ইয়াং জমা জল সরাতে একটি বাঁধ ভেঙে দিতে ডাকা হয়েছিল সেনা কর্মীদের।
জাতীয়
  • পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হল। করোনা পরিস্থিতিতে এ বছর লিখিত পরীক্ষা হয়নি। ৮১৯২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭.৬৯ শতাংশ বা ৭৯৯০৮৮  জন। ৬০ শতাংশ বা তার বেশি পেয়েছে ৩১৯৩২৭ জন। পাঁচশোর মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। প্রথম দশের মধ্যে রয়েছে ৮৬ জন।
  • নয়া দিল্লির যন্তর মন্তরে কৃষি আইন বাতিলের দাবিতে ২০০ জন কৃষক বিক্ষোভ দেখাবার অনুমতি পেলেন। সংসদ চলার সময়ে তারা বিক্ষোভ দেখালেন। প্রসঙ্গত গত ৮ মাস ধরে সিংঘু সীমান্তে অবস্থান করছেন কৃষকরা।
বিবিধ
  • পশ্চিমবঙ্গ সরকার ১৬ আগস্ট ‘খেলা দিবস’ পালন করার সিদ্ধান্ত জানাল পশ্চিমবঙ্গ সরকার।
  • দেশের অন্যতম বড় সংবাদপত্র গোষ্ঠী ‘দৈনিক ভাস্কর’এর তিরিশটি দপ্তরে তল্লাসি চালাল আয়কর দপ্তর।
খেলা
  • অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও প্রতিযোগিতার পুরুষ মহিলা দলের ফুটবল শুরু হয়ে গিয়েছে। এদিন জার্মানিকে ৪-২ গোলে পরাস্ত করল ব্রাজিল। ২০১৬ সালে অলিম্পিক ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এদিন হ্যাটট্রিক করলেন রিচার্লিশন দে আন্দেরে। জাপান ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে, অস্ট্রেলিয়া ২-০ গোলে আর্জেন্টিনাকে, মেক্সিকো ৪-১ গোলে পরাস্ত করল ফ্রান্সকে। অলিম্পিক ফুটবল পুরুষদের দলে কেবল অনূর্ধ্ব ২৩ বছরের খেলোয়াড়রাই সুযোগ পান।