আন্তর্জাতিক
- ইরানের রাজধানী তেহরানের একটি কারাগারে লাগাতার সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে গুলি,বোমা ব্যবহার ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ইভিন কারাগারে হিজাব বিতর্কে গ্রেপ্তার হওয়া অনেক ব্যক্তিই আটক রয়েছেন।
- বেজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ চিনের কমিউনিস্ট পার্টির সম্মেলন শুরু হল। সম্মেলনের মুখ চিনের রাষ্ট্রপতি জি চিনফিং।
- রাশিয়ার ইউক্রেন হামলার সংরক্ষিত বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি লেফটেন্যান্ট কর্নেল রোমান মালিক (৪৯) খুন হয়েছেন বলে জানা গেল। নিজের বাড়ির কাছেই তাঁর দেহ উদ্ধার হয়েছে।
জাতীয়
- হরিয়ানার মেডেন ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি কাফ সিরাপ পান করেই পশ্চিম গাম্বিয়ার ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে কীনা তা নির্ধারণ করার মতো যথেষ্ট তথ্য মেলেনি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানালো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। গত ৫ অক্টোবর মেডেন ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি ৪ রকম কাফ সিরাপ সম্পর্কে সতর্কতা জারি ক ‘হু’।
- দেশের ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে এই ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার সূচনা ব্যাঙ্কিং পরিসেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। ১১টি বেসরকারি, ১২টি সরকারি ও একটি আর্থিক সংস্থা প্রথম পর্বের এই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছে।
খেলা
- শুরু হল টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। পারথে প্রথম ম্যাচে নামিবিয়া ৫৫ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে।
- কোচিতে এটিকে মোহনবাগান ৫-২ গোলে পরাস্ত করল কেরল ব্লাস্টার্সকে। হ্যাটট্রিক করলেন দিমিত্রি পেত্রাতোস।
বিবিধ
- রেলের পণ্য পরিবহনে শুরু হল অ্যলুমিনিয়াম রেকের ব্যবহার শুরু হল। এই রেক নির্মাণে খরচ ৩৫ % বেশি কিন্তু ওজন কম হওয়ায় তা ১৮০টন বেশি পণ্য বহন করতে পারবে। ভুবনেশ্বর থেকে বিলাসপুরগামী একটি পণ্যবাহী অ্যলুমিনিয়াম রেকের যাত্রার সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
- চিকিৎসক ও গবেষক দিলীপ মহলানবীশ (৮৮) প্রয়াত হলেন । প্রথম ভারতীয় হিসেবে তিনি লন্ডনের কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেন -এ রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন। পরে যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। তিনিই সল্যাইনের বিকল্প হিসেবে ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস ) এর আবিষ্কার করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাঁর আবিস্কারের স্বীকৃতি দিয়েছিল । বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ডায়ারিয়াল ডিজিজ রিসার্চ এর অধিকর্তা ছিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডায়ারিয়া ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম- এর মেডিকেল অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।