কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ অক্টোবর ২০২২

499
0
Daily current affairs
Courtesy: NDTV sports

আন্তর্জাতিক 

  • রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের এক তৃতীয়াংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত । রাজধানী কিয়েভ- এর একাংশে বিদ্যুৎ নেই । বিদ্যুৎ কেন্দ্র গুলিতে রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ।
  • নির্বাচনে জেতার জন্য যে অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুল ছিল । একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস । এজন্য ব্রিটেনবাসীর কাছে তিনি ক্ষমাও চেয়েছেন । প্রসঙ্গত , গত সেপ্টেম্বরে ট্রাস সরকারের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেং যে বাজেট পেশ করেছিলেন তা পুরোপুরি খারিজ করে দিয়েছেন নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট ।

জাতীয় 

  • ইন্টারপোলের সাধারণ বার্ষিক সভা বসল নয়াদিল্লিতে। যোগ দিয়েছেন ১৯৫টি দেশের প্রতিনিধিরা। ১৯৯৭ সালের ২৫ বছর পর ফের ইন্টারপোলের সাধারণ বার্ষিক সভা বসল নয়াদিল্লিতে। এই সভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০ টাকার স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করেন তিনি।
  • তামিলনাড়ু বিধানসভায় অরুমুগাস্বামী কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ২০১৬ সালের ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারী জয়ললিতা প্রয়াত হওয়ার পর তাঁর মৃত্যুর তদন্তের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এ অরুমুগাস্বামীর নেতৃত্বে । কমিশন গোটা ঘটনার তদন্ত করে জয়ললিতা মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গিনী ভি কে শশীকলা ও তখনকার তামিলনাড়ু প্রশাসনের তিনজন শীর্ষ কর্তার দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আলাদা করে তদন্তের সুপারিশ করেছে এই কমিশন।
 খেলা 
  • বিসিসিআই সভাপতি পদে নির্বাচিত হলেন রজার বিনি। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন।
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তারা হারাল যথাক্রমে আরব আমিরশাহি ও নামিবিয়াকে। আরব আমিরশাহির কার্তিক মেইয়াপ্পান হ্যাটট্রিক করেছেন।
 বিবিধ
  • শ্রীলঙ্কার সাহিত্যিক সেহান করুনাতিলকের হাতে বুকার পুরস্কার তুলে দিলেন ব্রিটেনের কুইন কংসর্ট ক্যামিলা। ‘দ্য সেভেন মুনস অব মালি আলমাইদা’ উপন্যাসের জন্য এই পুরস্কার পেলেন তিনি।

কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ অক্টোবর ২০২২