আন্তর্জাতিক
- ইউক্রেনের চারটি অঞ্চল— ডনেৎস্ক, লুহানস্ক ,জাপোরিজিয়া এবং খেরসনে মার্শাল ল’ জারি করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এই অঞ্চলগুলি একত্রে ডনবাস নামে পরিচিত। এর অর্থ , এই সব এলাকায় সামরিক শাসন জারি করা হল।
- ইস্তফা দিলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারমান। তিনি ভারতীয় বংশোদ্ভূত। যদিও সাম্প্রতিক কালে তাঁর কিছু বিতর্কিত মন্তব্য ঘিরে ভারত – ব্রিটেনের সম্পর্কের অবনতি হয়েছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ় ট্রাসের সঙ্গে বৈঠকের পরে ইস্তফা দিয়েছেন তিনি। অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেংয়ের পর ট্রাস সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী ইস্তফা দিলেন।
জাতীয়
- জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাগড়ে। মোট ভোট পড়েছিল ৯৩৮৫টি, তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন ৭৮৯৭ টি ভোট। শশী থারুর পেয়েছেন ১০৭২টি ভোট। বাতিল হয়েছে ৪১৬টি ভোট। ১৯৯৮ সালে সীতারাম কেশরীর পর এই প্রথম পদে গান্ধি পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হচ্ছেন। মল্লিকার্জুন খাগড়ে কর্ণাটকের দলিত নেতা। বয়স ৮০ বছর। তিনি ১৯৭২ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। কর্ণাটক থেকে তিনি ৭ বার বিধায়ক ও ২ বার সাংসদ হয়েছেন। বর্তমানে তিনি রাজ্যসভায় বিরোধী দল নেতা। কেন্দ্রে ইউ পি এ সরকারে তিনি রেল, শ্রম, সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী ছিলেন।
- তিনদিনের ভারত সফরে এলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর দ্বিতীয়বার ভারত সফর। এর আগে ২০১৮ সালে প্রথমবার এদেশে এসেছিলেন তিনি। এদিন তাজ হোটেলে গিয়ে ২৬/১১ জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
- পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আসন পুনর্বিন্যাস করে খসড়া তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন । জেলা পরিষদে ১০৩টি, পঞ্চায়েত সমিতি স্তরে ২৮১টি , গ্রাম পঞ্চায়েত স্তরে ১৩,৭১২টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে । ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে ৮২৫, গ্রাম পঞ্চায়েতে ৪৮,৬৫০টি , পঞ্চায়েত সমিতি স্তরে ৯,২১৭ টি আসন ছিল ।
খেলা
- ইন্দোনেশিয়ার কাঞ্জুরুহান স্টেডিয়াম ভেঙে ফের নতুন করে গড়া হবে । গত ১ অক্টোবর পার্সেবায়া সুরাবায়া বনাম আরেমা মালাঙ্গ ম্যাচে ঝামেলায় জড়িয়ে পড়েন দু’দলের সমর্থকরা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৩৩ জন।
- টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে। অন্য ম্যাচে আয়ারল্যান্ড ৬ উইকেটে হারিয়ে দিল স্কটল্যান্ডকে।
বিবিধ
- টাকার দামে রেকর্ড পতন ঘটল। এদিন মাত্র একদিনে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ল ৬০ পয়সা। সবমিলিয়ে ডলারের সাপেক্ষে টাকার দাম হল ৮৩ টাকা। আগে কখনও টাকার দাম এত কম হয়নি। মাত্র এক মাসের মধ্যে টাকার দর ৭৯ থেকে হ্রাস পেয়ে হয়েছে ৮৩ টাকা।