কারেন্ট অ্যাফেয়ার্স ২০ অক্টোবর ২০২২

336
0
Kharagpur Municipality Recruitment
Courtesy: UNICEF

আন্তর্জাতিক 
  • ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। শপথ নেওয়ার দেড় মাসের মধ্যেই ইস্তফা দিতে হল ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে। মূলত  তাঁর অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত কঠোর সমালোচনার মুখে পড়েছিল।  তাঁর নিজের দল কনজারভেটিভ পার্টির অন্দরেই তাঁর পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। দিনের শুরুতে পদত্যাগ করেন  ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। তারপরই তীব্র সমালোচনার মুখে লিজ ট্রাসও পদত্যাগ করতে বাধ্য হন। প্রসঙ্গত, ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধামন্ত্রী হলেন ট্রাস। শপথ নেওয়ার দিন থেকে ইস্তফা পর্যন্ত মাত্র ৪৫ দিন কাজ করলেন তিনি।
  • পুনরায় অশান্তির আবহ ইরানে। সেখানে স্কুলের মধ্যে নিরাপত্তা বাহিনীর মারে এক ছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠল। ১৫ বছরের ওই স্কুল ছাত্রীর নাম আসরা পানাহি। ইরানের শাহিদ গার্লস হাইস্কুলে গত ১৩ অক্টোবর অভিযান  চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। তারা ছাত্রীদের সরকারপন্থী গান গাইতে হুকুম দেয়। কিন্তু, ছাত্রীরা তা অস্বীকার করে। এরপর নিরাপত্তা বাহিনীর লোকজন ছাত্রীদের মারধর করে। জখম হয় বহু ছাত্রী। গুরুতর আহতের তালিকায় ছিল পানাহিও। পরে তার মৃত্যু হয়।
জাতীয় 
  • করোনা ভাইরাসের ওমিক্রণ স্ট্রেনের অতি সংক্রামক উপ-প্রজাতি বিএফ ৭ সম্বন্ধে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
  • ২০২১-২২ সালে ভারতীয় রেল কেবল বিশেষ ট্রেন চালিয়ে আয় করেছে ১৭৫২৬ কোটি টাকা। অতিমারির আগে তা ছিল বছরে মাত্র ৮০৪ কোটি টাকা। তথ্যের অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে তা জানা গেল।
  • রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের উপস্থিতিতে গুজরাটে ‘মিশন – এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা 
  • আইএসএল প্রতিযোগিতায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। এ বারের আইএসএল এটাই তাদের প্রথম জয়।
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এর ফলে প্রতিযোগিতার সুপার বারোতে পৌঁছে গেল তারা। সুপার বারোতে পৌঁছে গেল সংযুক্ত আরব আমিরশাহি। ছিটকে গেল নামিবিয়া।
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছল বাংলা। ই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ আটে পৌঁছল তারা।
বিবিধ 
  • প্রতিযোগিতা কমিশন ১৩৩৮ কোটি টাকা জরিমানা করল গুগলকে। নিয়ম ভাঙার অভিযোগ নিয়ে ২০১৯ সাল থেকে তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়েছে তারা।