কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অক্টোবর ২০২২

501
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • প্যারিসে এফএটিএফ-এর বৈঠকে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ২০১৮ সাল থেকে পাকিস্তান ওই তালিকায় রয়েছে। সন্ত্রাসবাদে অর্থ সহায়তার অভিযোগ থাকায় চার বছর তাদের ধূসর তালিকায় রেখেছিল এফএটিএফ। ফলে এবার আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পেতে সুবিধা হবে পাকিস্তানের।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য সব ধরনের সরকারি পদ থেকে নির্বাসিত করল পাকিস্তান নির্বাচন কমিশন। পাক পার্লামেন্টে তাঁর সাংসদ পদও খারিজ করা হয়েছে। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন প্রাপ্ত বহুমূল্য একাধিক উপহার গোপনে বিক্রি করে দিয়েছেন। এই বেআইনি কাজের জন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
 জাতীয়
  • ধর্মীয় বিদ্বেষ ভাষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। নাহলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
  • ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হল। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘সিতরাং’। এই নাম থাইল্যান্ডের দেওয়া।
খেলা
  • মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার কাছে হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র । অন্য কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে গেল ব্রাজিল।
  • আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে অবসর নিলেন ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি। তিনি ক্লাব ফুটবলে দীর্ঘদিন খেলেছেন বায়ার্ন মিউনিখের হয়ে।
  • বিশ্বের ৮৯ নম্বর টেনিস তারকা , দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তথা বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রোমানিয়ার সিমোনা হালেপের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠল । মার্কিন ওপেনের সময় তাঁর ডোপিংয়ের প্রমান মিলেছে।
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ড। তারা মূলপর্বে উঠল। আয়ারল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে উঠল । অন্যদিকে মূলপর্বে উঠতে ব্যর্থ হল দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ।
বিবিধ
  • ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স – এর বিচারে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের স্বীকৃতি পেল সত্যজিৎ রায় ‘পথের পাঁচালি’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ও মৃনাল সেনের ‘ভুবন সোম’। শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’, গুরু দত্তের ‘পেয়াসা’ , রমেশ সিপ্পির ‘শোলে’ও রয়েছে তালিকার প্রথম দশে । ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্স- এর ইন্ডিয়া চ্যাপ্টার বিভাগ এই সমীক্ষা চালিয়েছিল।
  • ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের ছবি দিয়ে মুদ্রা আগেই প্রকাশ করেছে রয়্যাল মিন্ট। এবার তারা হ্যারি পটারের মুখের ছবি দিয়ে নতুন ৫০ পাউন্ডের মুদ্রা প্রকাশ করল।