কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর ২০২২

schedule
2022-10-28 | 10:38h
update
2022-10-28 | 10:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইতালির প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন জর্জিয়া মেলোনি। এই প্রথম কোনও মহিলা এই পদে বসলেন । ৪৫ বছরের মেলোনি ‘ব্রাদার্স অব ইতালি’ দলের নেত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইতালিতে কোনও অতি দক্ষিণপন্থী রাজনৈতিক জোট ক্ষমতায় এল।
  • বেজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ সমাপ্ত হল চিনের কমিউনিস্ট পার্টির সম্মেলন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হল, বর্তমান রাষ্ট্রপতি জি চিংফিংই তৃতীয় বারের জন্য চিনের রাষ্ট্রপতি পদে বসবেন। এজন্য চিনের নতুন সংবিধান অনুমোদিতও হল সম্মেলন থেকে ।তাঁকে মাও জে দংয়ের সমান্তরাল নেতা হিসেবে তুলে ধরার সিদ্ধান্তও অনুমোদিত হল।
  • সন্ত্রাসবাদে অর্থ সহায়তার অভিযোগ থাকায় মায়ানমারকে কালো তালিকাভুক্ত করল এফএটিএফ। প্যারিসে এফএটিএফ-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল।
Advertisement

জাতীয়

  • ৩৬টি উপগ্রহ নিয়ে যাত্রা করল ইসরোর এল ভি এম ৩ রকেট। সব উপগ্রহই লন্ডনের একটা বেসরকারি সংস্থার। এই প্রথম বাণিজ্যিকভাবে উপগ্রহ উৎক্ষেপণ করতে এল ভি এম ৩ রকেট ব্যবহার করল ইসরো। ইসরোর এই রকেটটি সবথেকে ভারী। এটি চার টন ওজনের উপগ্রহ বহনে সক্ষম।
খেলা 
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দেশেই ৮৯ রানে পরাস্ত হল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে তারা ৮৯ রানে পরাস্ত হল। অন্য ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তানকে । ইংল্যান্ডের স্যাম কারেন ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
  • আইএসএল প্রতিযোগিতায় বেঙ্গালুরু এফসি দলকে ১-০ গোলে হারিয়ে দিল এফসি গোয়া । ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেল গোয়া। আপাতত তারাই লিগ টেবিলের শীর্ষে রয়েছে ।
  • ভারতে আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ১-২ গোলে হেরে গেল জাপান। অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার কাছে হেরে গেল তানজানিয়া।
 বিবিধ
  • ট্রাফিক আইন ভাঙলে জরিমানা নেওয়ার পরিবর্তে ফুল তুলে দেওয়া হবে। দীপাবলি উপলক্ষে ২১-২৭ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত জানালো গুজরাট সরকার।
  • প্রথম বাঙালি হিসেবে ইংল্যান্ডের বার্মিংহামে অয়না মন্ডল পেলেন ইয়ং পোয়েট লরিয়েট এর শিরোপা। ১৬ বছরের অয়না পশ্চিমবঙ্গ থেকে বার্মিংহামে গিয়েছেন।

কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অক্টোবর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 08:25:51
Privacy-Data & cookie usage: