কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অক্টোবর ২০২২

380
0
daily current affairs
Courtesy: Indianstar.news

আন্তর্জাতিক
  • আততায়ীর আঘাতে একটা চোখের দৃষ্টি হারিয়েছেন সলমন রুশদি। সেইসঙ্গে হারিয়েছেন একটা হাতের কর্মক্ষমতা। নিউইয়র্কে গত ১৩ আগস্ট একটা সভায় বিশ্ববিখ্যাত লেখক বক্তৃতা দেওয়ার সময় হাদি মাতার নামে এক দুষ্কৃতী রুশদির ওপর ছুরি দিয়ে হামলা চালায়।
  • চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম সাধারণ সম্মেলন শেষে ঘোষিত হল নতুন পলিটব্যুরো। গত ২৫ বছরে প্রথমবারের জন্য এই পলিটব্যুরোতে কোনও মহিলার ঠাঁই হয়নি। অন্যদিকে সংবিধান সংশোধন করে তৃতীয়বারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শি চিংফিং। চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।
জাতীয়
  • দেশজুড়ে পালিত হল আলোর উৎসব দীপাবলি। উত্তর প্রদেশের অযোধ্যায় সরজু নদীর তীরে ১৫ লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে পালিত হল দীপাবলি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ এই ঘটনা স্বীকৃতি লাভ করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাড়িতে ৩১৫ জন অনাথ শিশুর সঙ্গে দিনটা কাটালেন।
  • কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ২৪ ঘন্টার মধ্যে ইস্তফা দিতে বললেন। প্রসঙ্গত, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগের অধিকার নিয়ে কেরল সরকারের সঙ্গে বিরোধ চলছে কেরলের রাজ্যপালের।
  • শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ইসরোর জিএসএলভি মার্ক ৩ রকেট সফল হল মহাকাশে ৩৬ টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিতে। ব্রিটিশ সংস্থা ওয়ানওয়েব – এর প্রস্তুত করা কৃত্রিম উপগ্রহ এগুলো। তাদের মোট ওজন ৫৭৯৬ কিলোগ্রাম। জিএসএলভি মার্ক ৩ রকেটটির মোট ওজন ৬৪৪ টন। ১৯৯৯ সালের ২৬ মার্চ থেকে শুরু করে ৩৩ বছরে এটা ইসরোর ৩৪৩টি বিদেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ।

 

খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে পরাস্ত করল পাকিস্তানকে। মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রান করলেন। ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনিই । অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে।
  • সিএবি সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আর কেউ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় তিনি সর্বসম্মতভাবে নির্বাচিত হতে চলেছেন।
বিবিধ
  • সবথেকে বেশি উচ্চতায় ফিটনেস ক্লাস করে নতুন রেকর্ড গড়লেন একদল পর্বতারোহী। নেপালের ৬০৪৬ মিটার উচ্চতায় বরফে ঢাকা মেরা শৃঙ্গে তাঁরা আধঘণ্টা ধরে ফিটনেস ক্লাস  করে এই রেকর্ড গড়লেন। পরে ৬৪৭৬ মিটার উচ্চতায় বরফে ঢাকা অন্য একটা শৃঙ্গে তাঁরা দাবা খেলেও রেকর্ড করলেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এ এই দুই সাফল্যই স্বীকৃতি লাভ করেছে । দলটির নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ পর্বতারোহী টিম মেগিনসন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা প্রদেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব দ্য কিং লিফ পাইন’ পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্বদেশ চট্টোপাধ্যায়। পুরস্কার প্রাপ্তির কারণ ভারত – মার্কিন সম্পর্ক নিয়ে তাঁর কাজ। অতীতে এই পুরস্কার পেয়েছেন মসিকেল জর্ডন, ওপারা উইনফ্রে প্রমুখ।

কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর ২০২২