কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ অক্টোবর ২০২২

schedule
2022-10-28 | 12:50h
update
2022-10-28 | 12:50h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি সুনক। এই প্রথম কোনও অশ্বেতাঙ্গ ব্যক্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন। শুধু তাই নয়, ৪২ বছর বয়সী সুনক হবেন সবথেকে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রেকসিট পরবর্তী সময়ে তিনি হবেন পঞ্চম ব্রিটিশ প্রধানমন্ত্রী। ১৯৩ জন কনজারভেটিভ সাংসদের সমর্থন পেয়ে তাঁর এই পদ নিশ্চিত হল। ঋষি সুনকের পিতামহ রামদাস সুনক ভারতের গুজরানওয়ালার বাসিন্দা ছিলেন, পরে সেখান থেকে আফ্রিকা চলে যান। গুজরানওয়ালা এখন পাকিস্তানের অন্তর্গত। ইনফোসিস কর্ণধার নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা হলেন ঋষি সুনকের স্ত্রী। ব্রিটেনে সুনক ও অক্ষতার সম্পত্তি ৭০ কোটি পাউন্ডের বেশি। পেশায় তিনি ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১৪ সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন।
  • বাংলাদেশের বরিশাল জেলার ভোলা উপজেলার খেপুপাড়ায় স্থলভূমিতে আছড়ে পড়ল সিতরাং ঘূর্ণিঝড়। প্রাণহানি হল ৪ জনের।
 জাতীয়
  • কাশ্মীরের কার্গিল সেক্টরে গিয়ে সেনাকর্মীদের সঙ্গে দীপাবলি কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বায়ুদূষণ রুখতে দিল্লিতে সব ধরনের বাজি ফাটানো নিষিদ্ধ করল অরবিন্দ কেজরিওয়াল সরকার।
  • ২০২৪ সালের মধ্যে কয়লা আমদানি বন্ধ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী।
Advertisement

খেলা 
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ওভালে ৯ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল বাংলাদেশ। বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের ম্যাচ। বৃষ্টির কারণে মাত্র ৯ ওভার করে খেলার কথা ছিল । তারপরও দক্ষিণ আফ্রিকা যখন জয়ের থেকে ১৩ রান দূরে তখনই ফের বৃষ্টি নামে। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে জোরে বল করেছেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড। আফগানিস্তানের বিপক্ষে তিনি ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন। একদিন আগে ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন রেকর্ড দর্শক। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৯০ হাজারের বেশি দর্শক। মোবাইল অ্যাপে সেদিন ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন ১ কোটি ৮০লক্ষ দর্শক।
  • ফর্মুলা ওয়ান চালক মাইকেল শুমাখারের রেকর্ড স্পর্শ করলেন ম্যাক্স ভারস্টেপেন। এক রেসিং মরসুমে ১৩ টি রেসে চ্যাম্পিয়ন হয়ে এই রেকর্ড স্পর্শ করলেন তিনি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র ফর্মুলা ওয়ান রেসিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে এই কীর্তি স্থাপন করলেন তিনি।
 বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুদ্রায় সমাজের নানা ক্ষেত্রে সফল ও প্রতিভাধর মহিলাদের প্রতিকৃতি ব্যবহার করা হচ্ছে। প্রথম মহিলা মার্কিন মহাকাশচারী স্যালি রাইড, মহিলাদের ভোটাধিকার আন্দোলনের পুরোধা নিনা ওতেরো ওয়ারেন , কবি মায়া এঞ্জেলুর প্রমুখ মহিলার প্রতিকৃতি থাকছে মুদ্রায়। প্রথম এশীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রায় থাকছে অভিনেত্রী অ্যানা মে ওংয়ের প্রতিকৃতি।
  • প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক পিনাকী চৌধুরী (৮২)। ‘চেনা অচেনা’ , ‘আরোহণ’ , ‘বালিগঞ্জ কোর্ট’ প্রভৃতি বহু ছবি পরিচালনা করেছেন তিনি । তবলা বাদক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ অক্টোবর ২০২২AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 16:57:34
Privacy-Data & cookie usage: