কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ অক্টোবর ২০২২

450
0
daily current affairs
epa01277455 The logo of Google, seen on the front door of the new Google Engeneering center in Zurich, Switzerland, 06 March 2008. EPA/WALTER BIERI

আন্তর্জাতিক
  • ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি হিসেবে আবাসিক হলেন সুনক। তাঁর মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন জেরেমি হান্ট। উপ প্রধানমন্ত্রী হলেন ডমিনিক যার্ব।
  • ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোড়ে বাংলাদেশে অন্তত ১৫ জন প্রাণ হারালেন। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার বাড়ি।
  • ইরানে মেয়েদের একটা স্কুলে কাঁদানে গ্যাস ছোঁড়ার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলটিতে গিয়ে ছাত্রীদের মোবাইল ফোন পরীক্ষা করতে চেয়েছিল নিরাপত্তারক্ষীরা। তখনই শুরু হয় বাদানুবাদ। পুলিশি হেফাজতে ২২ বছরের মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই সরকার বিরোধী আন্দোলন চলছে ইরানে।
জাতীয়
  • মধ্যপ্রদেশের দামোহ জেলার দেবরান গ্রামে এক দলিত পরিবারের তিন জনকে গুলি করে হত্যা করল ওই গ্রামেরই কয়েক জন বাসিন্দা।
  • আত্মঘাতী হলেন কর্ণাটকের রামনগরের কুঞ্চগল বন্দে মঠের প্রধান মহন্ত বাসব লিঙ্গেশ্বর স্বামী। গত ২৫ বছর ধরে তিনি ওই মঠের প্রধান ছিলেন। পুলিশের অভিযোগ, তাঁকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
  • ভারতের অন্তর্বর্তী রাষ্ট্রদূত হিসেবে এলিজাবেথ জোন্সকে নিয়োগ করল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালে এরিক গার্সটিকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তা অনুমোদন করেনি সেনেট। তারপর থেকেই ভারতে কোনও স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
 খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ৭ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। ১৮ বলে ৫৯ রান করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্কাস স্টোয়নিস।
  • সুলতান জোহর কাপ প্রতিযোগিতায় ভারত ৫-১ গোলে হারিয়ে দিল জাপানকে।
বিবিধ
  • গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করল ভারতের প্রতিযোগিতা কমিশন। গত সপ্তাহে তাদের প্রতিযোগিতার অন্য কিছু নিয়ম ভাঙার অভিযোগে তাদের ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ অক্টোবর ২০২২