কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুলাই ২০২১

schedule
2021-07-26 | 18:34h
update
2021-07-26 | 18:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Sentinel Assam

আন্তর্জাতিক
  • চীনে বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হল আইফোন নগরী ঝেং ঝউয়ের। সেখানে সুড়ঙ্গের মধ্যে জল ঢোকায় একটি যাত্রীবোঝাই ট্রেন আটকে পড়ে। অন্তত ২৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। জিন জিয়াং প্রদেশে ওয়েই নদীর বাঁধ ভেঙে শহরে প্রবেশ করেছে বন্যার জল। চিনে বন্যায় প্রাণহানি হল ৩৩ জনের।
  • তিব্বতের নিংচি এলাকা সফর করলেন চিনের রাষ্ট্রপতি জি চিনফিং। ১৯৯০ সালে জিয়াং জেসমিন -এর পর ফের কোনো চিনা রাষ্ট্রপতি তিব্বত সফর করলেন। প্রসঙ্গত ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল হল নিংচি।
Advertisement

জাতীয়
  • ভারতীয় চিত্র সাংবাদিক তথা রয়টার্সের কর্মীর মৃত্যু হয়েছিল আফগানিস্থানে আফগান অধিবাসীদের মধ্যে সংঘর্ষের সময়। সেই ঘটনায় সিদ্দিকির বাবাকে ফোন করে সমবেদনা জানালেন রাষ্ট্রপতি আশরাফ গনি।
  • মহারাষ্ট্রে বর্ষণে ও বন্যা সংক্রান্ত দুর্ঘটনায় ১৩৬ জনের প্রাণহানি হল। কোঙ্কন উপকূল ও রায়গড় জেলায় ক্ষয়ক্ষতির হার সবথেকে বেশি।
  •  পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করল সাদিয়া সিদ্দিকা। ৫৬৫০৭ জন পরীক্ষার্থীর পাশের হার  ১০০ শতাংশ।
বিবিধ
  • কেরলের প্রবীণতম ছাত্রী ভাগীরথী আপ্পা (১০৭বছর) প্রয়াত হলেন। দু’বছর আগে ১০৫ বছর বয়সে তিনি চতুর্থ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
  • রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া প্যাসিফকসের বাণিজ্য সংক্রান্ত সমীক্ষায় ভালো ফল করল ভারত। ভারত ৯০.৩২  শতাংশ নম্বর পেয়েছে।
খেলা
  • টোকিওয় ৩২ তম অলিম্পিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হল দর্শকশূন্য স্টেডিয়ামে। অলিম্পিকের মশাল জ্বাললেন টেনিস তারকা নেয়োমি ওসাকা। জাপানের জাতীয় পতাকা হাতে মার্চপাস্টে হাঁটলেন হাচিমুরা রুই। জাপানি বর্ণমালা অনুসারে ২১ তম দেশ হিসাবে মার্চপাস্ট করে ভারত। ভারতের পতাকা বহন করেন মেরি কম ও মনপ্রীত সিং। ২০৫টি  দেশ অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।
  •  একদিনের সিরিজের শেষ ম্যাচে তিন উইকেটে ভারতকে পরাস্ত করল শ্রীলঙ্কা। ভারতের হয়ে অভিষেক হল সঞ্জু স্যামসন, রাহুল চাহার, নীতীশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম ও চেতন শাকারিয়ার। শেষবার ১৯৮০ সালে একদিনে দেশের হয়ে পাঁচ জন ক্রিকেটারের অভিষেক হয়েছিল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2024 - 05:52:50
Privacy-Data & cookie usage: