আন্তর্জাতিক
- করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে চিনের উহানে ফের পাঁচ দিনের জন্য ( ২৬-৩০ অক্টোবর) লক ডাউন ঘোষণা করল সেখানকার প্রশাসন। সম্প্রতি উহানে করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। তিন বছর আগে এই উহান থেকেই শুরু হয়েছিল লক ডাউন।
- লাহোর থেকে ইসলামাবাদ ৪০০ কিলোমিটার পথ মিছিল করে যাওয়ার পরিকল্পনা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর নিজের দল পাকিস্তান তেহরিক ই ইনসান ছাড়াও ১১টি দলের সমর্থকদের সেখানে হাজির থাকার কথা। এই লং মার্চ ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল বর্তমান পাকিস্তান প্রশাসন। কিন্তু পাকিস্তান সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিল।
জাতীয়
- জাতীয় কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব নিলেন মল্লিকার্জুন খাগড়ে। তিনি সোনিয়া গান্ধির স্থলাভিষিক্ত হলেন। কম বেশি ২৪ বছর কংগ্রেসের সভাপতি পদে ছিলেন সোনিয়া গান্ধি। মাঝখানে ২০ মাস দায়িত্ব পালন করেছেন রাহুল গান্ধি।
- প্রাথমিক টেট-এর জন্য মডেল প্রশ্নপত্র ও সিলেবাস প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, পরিবেশ, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগগি এই ৫ বিষয়ে ৩০ নম্বর করে মোট ১৫০ নম্বরের পরীক্ষা, প্রতি বিষয়ে থাকবে ১৫টি করে এমসিকিউ।
- উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-এর বিতর্কিত হাসপাতালটি অবৈধভাবে নির্মিত হওয়ায় তা ভেঙে ফেলার নোটিস দিল প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি। অসুস্থ এক যুবককে প্লাজমার পরিবর্তে মুসাম্বি ফলের দেওয়ার অভিযোগ উঠেছিল ওই হাসপাতালের বিরুদ্ধে। পরে তাঁর মৃত্যু হয়।
খেলা
- টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ড ৫ রানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটেও আয়ারল্যান্ড হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। এদিন ৪৭ বলে ৬২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্ণি।
- মিশরের কায়রোতে অনুষ্ঠিত শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান পেল ভারত। মোট ৩৮টি পদক জিতেছে ভারত।
- সুলতান জোহর কাপ হকি টুর্নামেন্টে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ড্র (৫-৫) হল।
- মহিলাদের অনূর্দ্ধ ১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে দিল কলম্বিয়া। সাডেন ডেথ -এ ম্যাচের নিষ্পত্তি হল। অন্য সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে দিল গত বারের চ্যাম্পিয়ন স্পেন।
- সিএবি পরপর তিন বছরের জন্য জীবনকৃতি পুরস্কার দেবে উদয়ভানু বন্দ্যোপাধ্যায় , সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মালহোত্রকে। বর্ষসেরা পুরস্কার পাবেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ । বিশেষ পুরস্কার পাবেন ঝুলন গোস্বামী। এদিন এই তালিকা প্রকাশ করা হয়েছে।
বিবিধ
- প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায় (৬৬)। তিনি শান্তিনিকেতনের আশ্রমিক তথা প্রাক্তন অধ্যাপক । রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি , অতুলপ্রসাদ ও রজনীকান্তের গানে তাঁর দক্ষতা ছিল অবিসংবাদী।
- টাকায় লক্ষী গণেশের ছবি ছাপার প্রস্তাব করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।