কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ অক্টোবর ২০২২

654
0
daily current affairs
Courtesy: Foreign Policy

আন্তর্জাতিক 
  • ইরানে মাহসা আমিনির শেষকৃত্য পালনের অনুষ্ঠানে উপস্থিত মানুষের ওপর কাঁদানে গ্যাস ও গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ৪০ দিন পর এদিন তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় দশ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন আমিনির জন্মস্থান সাকেজ শহরে। সেখানেই পুলিশ গুলি চালায় ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এরপরই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হতাহতের খবর জানা যায়নি। ঠিকমতো করে হিজাব না পরার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল আমিনিকে। গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে প্রাণ হারান তিনি। প্রসঙ্গত , ইরানের নীতি পুলিশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন , কানাডা।
  • ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তির আক্রমণে প্রাণ হারান ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার শিখ সম্প্রদায়ের সন্দীপ ধালিওয়াল। এই ঘটনায় ঘাতক রবার্ট সোলিসকে মৃত্যুদন্ড দিল সেখানকার একটা আদালত।
 জাতীয়
  • ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনককে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে কথা হল তাঁদের মধ্যে। এরই মধ্যে ভারতে আসছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি। বিদেশমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে তিনি ভারতে আসছেন।
  • ধর্মীয় বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার দায়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা আজম খানকে তিন বছরের কারাদন্ড দিল উত্তরপ্রদেশের একটি আদালত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি ওই ভাষণ দিয়েছিলেন। প্রসঙ্গত , গত কয়েক বছরে অন্তত ৯০টি মামলা দায়ের হয়েছে আজম খানের বিরুদ্ধে। জমি দখল করার একটি মামলায় তাঁকে প্রায় দুই বছর কারাবন্দি থাকতে হয়।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত ৫৬ রানে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে। ২৫ বলে ৫১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের সূর্য যাদব। ভারতের অধিনায়ক রোহিত শর্মা করলেন ৩৫ বলে ৫৩ রান। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে যুবরাজ সিংয়ের সর্বোচ্চ ৩৩টি ওভার বাউন্ডারি মারার রেকর্ড ভেঙে দিলেন তিনি। অন্য ম্যাচে জিম্বাবোয়ে ১ রানে হারিয়ে দিল পাকিস্তানকে। ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন সিকান্দার রাজা। তিনি জিম্বাবোয়ের ক্রিকেটার, কিন্তু তাঁর জন্ম হয়েছিল পাকিস্তানে। এদিনই দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো শতরান করলেন। ৫৬ বলে ১০৯ রান করেন তিনি। তিনটি টি টোয়েন্টি ক্রিকেটে ৩ ম্যাচে ২টি শতরান হয়ে গেল তাঁর।
  • রজার বিনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। আন্তর্জাতিক স্তরে যে কোনও ম্যাচে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সমান পারিশ্রমিক পাবেন। এতকাল পুরুষ ক্রিকেটাররা অনেক বেশি পারিশ্রমিক পেতেন। বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ডের মধ্যে নিউজিল্যান্ডের বোর্ডই প্রথম পুরুষ ও মহিলাদের পারিশ্রমিক অভিন্ন করার দৃষ্টান্ত স্থাপন করেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট, একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ম্যাচে প্রতি পুরুষ খেলোয়াড়কে বর্তমানে দেয় যথাক্রমে ১৫ লক্ষ ,৫ লক্ষ ও ৩ লক্ষ টাকা।
বিবিধ
  • সর্ষে চাষে জিনগতভাবে পরিবর্তিত বীজ (জি এম) ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীন ‘দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অপ্রিয়সাল অ্যাপ্রেইসাল’ কমিটি। ২০১৭ সালেও তারা অনুমতি দিয়েছিল যা খারিজ করে দিয়েছিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। অবশ্য অনুমতি দিলেও তা বৈধ থাকবে ৪ বছরের জন্য। এর পর প্রতি মরসুমে তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি।