আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পদপিষ্ট হয়ে অন্তত ১৫০ জনের প্রাণহানি হল । সিওলের হ্যামিলটন হোটেলের কাছে হ্যালোউইন উৎসব চলার সময় এই দুর্ঘটনা ঘটেছে । কোভিড পর্বের পর এই প্রথম নিষেধাজ্ঞাবিহীন বড় জমায়েত হয়েছিল সিওলে ।
- একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় নিজের বাড়িতে একজন আততায়ীর হামলার শিকার হয়েছিলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল । স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, আততায়ীর লক্ষ্য ছিল ন্যান্সি পেলোসিই ।
- আনা ফ্রাঙ্কের ডায়েরিতে তাঁর উল্লেখ ছিল ‘হানেলি’ নামে। আসল নাম হানা পিক গসলার। সেই মহিলা ৯৩ বছর বয়সে আমস্টারডামে প্রয়াত হলেন। তাঁকেও বন্দি থাকতে হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে। তবে তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন । কনসেন্ট্রেশন ক্যাম্পে ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে কিশোরী বয়সে দুই বান্ধবীর মধ্যে শেষবার দেখা হয়েছিল ।
জাতীয়
- রাষ্ট্রসঙ্ঘের সন্ত্রাস বিরোধী কমিটির বৈঠক সমাপ্ত হল ভারতে । ঘোষণাপত্রে বলা হল, আন্তর্জাতিক সন্ত্রাস রোধে একজোট হতে হবে সকলকে । এই বৈঠকের থিম ছিল জঙ্গি সংগঠনগুলির মোকাবিলা । সাধারণত নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরেই এই বৈঠক বসে । এবার তা বসেছে ভারতের দিল্লি ও মুম্বইয়ে । রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫ টি দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিয়েছেন । এদিন নয়াদিল্লির বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেন যে, পাকিস্তান এফটিএফ-এর ধূসর তালিকায় থাকার সময় ভারতে জঙ্গি হামলার ঘটনা তুলনামূলক ভাবে কম হয়েছে ।
- কোনও মুসলিম মহিলার বয়স ১৫ বছর হলে ও তিনি নিজের ইচ্ছায় বিবাহ করলে তাকে বৈধ বলা যাবে। এক্ষেত্রে বাল্য বিবাহ প্রতিরোধ আইন প্রযুক্ত হবেনা। একটি মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
খেলা
- সিডনিতে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ড ৬৫ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। শতরান ( ৬৪ বলে ১০৪ রান ) করলেন কিউয়ি ব্যাটার গ্লেন ফিলিপস।
- নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিএবি – এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল। কোভিডের কারণে গত দুবছর এই অনুষ্ঠান হয়নি । পরপর তিন বছরের জন্য জীবনকৃতি পুরস্কার পেলেন উদয়ভানু বন্দ্যোপাধ্যায় , সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মালহোত্র , গার্গী বন্দ্যোপাধ্যায়,লোপামুদ্রা ভট্টাচার্য ও মিঠু মুখার্জি। বর্ষসেরা পুরস্কার পেয়েছেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। বিশেষ পুরস্কার দেওয়া হল ঝুলন গোস্বামীকে ।
- আইএসএল এর ডার্বিতে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। টানা সাতবার ডার্বি জিতল সবুজ মেরুন।
বিবিধ
- মার্কিন যুক্তরাষ্ট্রের রক সঙ্গীতের অন্যতম পথিকৃত জেরি লি লুইস (৮৭) প্রয়াত হলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচের দশকে রক সঙ্গীতে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।