কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০২২

331
0
daily current affairs
Courtesy: News 18

আন্তর্জাতিক
  • পুনরায় ব্রাজিলের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন লুলা ডি সিলভা। অতিতে দীর্ঘদিন ব্রাজিলের শীর্ষ পদে ছিলেন এই বামপন্থী নেতা। এদিন নির্বাচনের যে ফল জানা গেছে, তাতে স্পষ্ট ওয়ার্কার্স পার্টির নেতা লুইজ ইনাসিও লুলা ডা সিলভাই ক্ষমতায় ফিরছেন। লুলা পেয়েছেন মোট ভোটের ৫০.৯০ শতাংশ, অন্যদিকে বিদায়ী রাষ্ট্রপতি জাইর বলসোনারো পেয়েছেন ৪৯.১০ শতাংশ। ৭৭ বছর বয়সী শ্রমিক নেতা লুলা ২০০২ সালে ব্রাজিলের প্রথম শ্রমজীবী প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১০ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। ২০১৮ সালে রাষ্ট্রপতি হন জাইর বলসোনারো। তবে কোভিডের সময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন বলসোনারো। ক্রান্তীয় অরণ্যের বনভূমি ধ্বংসের জন্যও তিনি অভিযুক্ত। লুলার রাষ্ট্রপতি পদে বসতে এখনো তিনমাস সময় লাগবে।
  • লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ স্থগিত করে দিলেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই মিছিলে ইমরানের সাক্ষাৎকার নিতে আসা মহিলা সাংবাদিক সাদাফ নঈম ইমরানের বিশাল কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। এই ঘটনার পরই লং মার্চ স্থগিত করে দিলেন ইমরান।
জাতীয়
  • গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪১। নদীতে এখনও নিখোঁজ শতাধিক। মৃতদের মধ্যে ৪৭ জন শিশু। রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। মোরবি জেলার মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় রক্ষণাবেক্ষণকারী সংস্থার কয়েকজন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে।
  • টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ ঘোষণা করল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার জন্য এই টেস্ট অবমাননাকর বলে জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, এই পরীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এর আগে ২০১৩ সালে ফৌজদারি আইনের সংশোধনীতে এই পরীক্ষাকে নিষিদ্ধ করা হলেও তা সর্বস্তরে পৌঁছায়নি।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া ৪২ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। অ্যারন ফিঞ্চ ম্যান অব দ্য ম্যাচ হলেন।
  • ব্যাডমিন্টনে ভারতকে সাফল্য এনে দিলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। তাঁরা ফরাসী ওপেন ২০২২-এ পুরুষদের ডবলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন। এই প্রথম কোনও ভারতীয় জুটি পুরুষদের ডবলস-এ এত বড় মাপের টুর্নামেন্ট জিতল। এটিই তাঁদের যৌথ বিডব্লুএফ সুপার ৭৫০ খেতাব জয়। আগে এই জুটি বিডব্লুএফ ১০০ বা বিডব্লুএফ ৫০০ খেতাব জিতলেও বিডব্লুএফ ৭৫০ জয় এই প্রথম। এর আগে এই জুটি হায়দরাবাদ ওপেন ২০১৮(সুপার ১০০০) ও থাইল্যান্ড ওপেন ২০১৯ (সুপার ৫০০) জিতেছিলেন।
  • কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব। পরপর দুবার তারা লিগ জিতল।
বিবিধ
  • শচীন দেব বর্মণের পৈত্রিক বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা গ্রামে। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনের শচীন মেলা অনুষ্ঠিত হল।
  • ডলারের সাপেক্ষে টাকার দর নিম্নগামী। এবছর ১১% হ্রাস পেয়েছে টাকার দর।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর ২০২২