কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর ২০২২

464
0
daily current affairs
Courtesy: Zee News

আন্তর্জাতিক
  • কোভিড পর্ব এখনও কাটিয়ে উঠতে পারেনি চিন। বিভিন্ন শহরে চলছে লকডাউন। এর ফলে নানা সমস্যা দেখা যাচ্ছে। বিশেষত খাদ্য বস্তু অমিল হয়ে পড়ছে নানা জায়গায়। এর প্রতিবাদ করতে অভিনব কৌশল হিসেবে গান ব্যবহার করছেন চিনের অনেক নাগরিক। বাপি লাহিড়ীর সুরে ‘ডিস্কো ডান্সার’ ছবির একটা গানের সুরে মান্দারিন ভাষা ব্যবহার করে তাঁরা পোস্ট করছেন সমাজ মাধ্যমে। ‘জিমি জিমি আ যা আ যা’ গানের কথা জনপ্রিয় হয়েছে,মান্দারিন ভাষায় তার অর্থ ‘ভাত দাও’। প্রসঙ্গত , চিনে এখনও বহু শহরে লকডাউন চলছে।
  • ‘ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করছেন অসংখ্য শরণার্থী। তাঁদের কেউ কেউ অপরাধী ।‘ এই মন্তব্য করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারমান। তিনি ভারতীয় বংশোদ্ভূত। এই মন্তব্যটির প্রবল সমালোচনা হয়েছে।
জাতীয়
  • জামশেদ জে ইরানি (৮৬) প্রয়াত হলেন। তাঁকে বলা হত ভারতের ইস্পাত মানব। ৪৩ বছর ধরে টাটা গোষ্ঠীতে কাজ করার পর বছর ১১ আগে অবসর নিয়েছিলেন তিনি।
  • ডিজিটাল মুদ্রা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার আবহে দেশে প্রথম সরকারি ভাবে ডিজিটাল মুদ্রা চালু হল। তবে এখনই সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত করা হয়নি। এদিন রিজার্ভ ব্যাঙ্কের এই পরীক্ষামূলক ডিজিটাল মুদ্রা লেনদেনে অংশ নিল এসবিআই, ব্যাঙ্ক অব বরোদা , আইসিআইসিআই প্রভৃতি ব্যাঙ্ক। আপাতত ব্যাঙ্কগুলি নিজেদের মধ্যে লেনদেন করতে পারবে ডিজিটাল মুদ্রা।
  • বিহারে ছটপুজো চলার সময় সেখানকার বিভিন্ন পুকুর ও নদীতে জলে ডুবে প্রাণহানি হল ৫৩ জনের।
  • কর্ণাটকে কন্চুগল মঠের অধ্যক্ষ বাসবলিঙ্গ স্বামীর আত্মহত্যার ঘটনায় দীর্ঘ তদন্ত চালিয়ে পুলিশ গ্রেপ্তার করল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী এবং প্রতিবেশী কান্নুর মঠের অধ্যক্ষ মৃত্যুঞ্জয় স্বামীকে। তাঁকে ব্ল্যাকমেইল করে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তদন্ত করছে পুলিশ।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তানকে।
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচে বাংলা ৪ উইকেটে হার মানল হিমাচল প্রদেশের কাছে। অন্য কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব ৯ রানে হারিয়ে দিল কর্ণাটককে।
বিবিধ 
  • অক্টোবর মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১,৫১,৭১৮ কোটি টাকা । জিএসটি চালু হওয়ার পর এটি দ্বিতীয় সর্বোচ্চ। পরপর ৮মাস ১.৪০ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হল দেশে।
  • টুইটার ঢেলে সাজানোর জন্য এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের ওপর ভরসা রাখলেন ইলন মাস্ক। তিনি পেশাদার হিসেবে দায়িত্ব পালনের জন্য চুক্তি করলেন শ্রীরাম কৃষ্ণনের ওপর। চেন্নাইয়ে জন্ম কৃষ্ণনের। তিনি একটি মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার জেনারেল পার্টনার।

কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০২২