কারেন্ট অ্যাফেয়ার্স ৩ নভেম্বর ২০২২

464
0
daily current affairs
Courtesy: BBC

আন্তর্জাতিক  
  • গুলিবিদ্ধ হলেন ইমরান খান। পাক পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে শহরে তিনি নিজের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ -এর মহামিছিল চলার সময় কন্টেনার গাড়ির মাথায় ছিলেন। শহরের আল্লাওয়ালা চকে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলি তাঁর পায়ে লাগে। এই হামলায় একজন নিহত হয়েছেন। তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বিপন্মুক্ত বলে জানা গেছে। সন্দেহভাজন আততায়ী ধরা পড়েছে। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন।
  • গতদিনের মতো এদিনও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালিয়ে গেল উত্তর কোরিয়া। তার মধ্যে কয়েকটি গিয়ে পড়ে উত্তর জাপানের সীমানার কাছে। জাপানে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
  • মহাকাশে চিনের তৈরি রকেটের একটা অংশ পৃথিবীর বুকে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ওজন ২৩ টন। মহাকাশে চিনের নির্মীয়মান তিয়ানগঙ মহাকাশ গবেষণা কেন্দ্রের জন্য গত ৩১ অক্টোবর ‘লং মার্চ ৫ বি’ রকেট মহাকাশে পাঠিয়েছিল তারা। ওই অংশটিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তা পৃথিবীর বুকে ভেঙে পড়তে পারে।
জাতীয়
  • জলবায়ু পরিবর্তনের কারণে ২০২২ সালের ৮৮ % দিনই ভারতের মানুষ কাটিয়েছেন খরা, বন্যা, তাপপ্রবাহ প্রভৃতি দুর্যোগে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সব দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২৭৫৫ জন। ‘সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট’ প্রকাশিত একটা রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।
  • রাঁচির ইডি দপ্তরে হাজির হলেন না  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অবৈধ খনি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেরার জন্য ইডি-এর সমন জারি করা বিরল ঘটনা। হেমন্ত সোরেন চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, তিনি দোষী হলে তাঁকে গ্রেপ্তার করা হোক।
  • ২০০০ সালের ২২ ডিসেম্বর দিল্লির লাল কেল্লায় হামলা চালিয়েছিল লস্কর ই তৈবার সদস্য মহম্মদ আরিফ। তার মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। পাকিস্তানের নাগরিক মহম্মদ আরিফের হামলায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

 

খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে দিল পাকিস্তান । প্রতিযোগিতায় এতদিন অপরাজিত দল ছিল দক্ষিণ আফ্রিকা।
  • সাফল্যের মধ্য গগনে ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন জেরার্ড পিকে। টুইটারে একটা ভিডিও বার্তায় এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন ৩৫ বছর বয়সী পিকে। স্পেনের এই তারকা ফুটবলার ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো কাপ জয়ী দলের সদস্য। ২৫ বছর ধরে বার্সেলোনার হয়ে খেলে জেরার্ড পিকে  ৮ বার লা লিগা ও ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন।
বিবিধ
  • ভারতের বৃহত্তম বায়ু চালিত টারবাইন বসল গুজরাটের মুন্দ্রায়। এর উচ্চতা ২০০ মিটারের থেকেও বেশি। আদানি নিউ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বসেছে এই বায়ু চালিত টারবাইন।
  • সিআরপি-এর ইতিহাসে প্রথম কোনও মহিলা ইন্সপেক্টর জেনারেল (আইজি ) পদে নিযুক্ত হলেন। তাও একসঙ্গে দুজন। আইজি সীমা ধুন্ডিয়া বিহার সেক্টরে এবং আইজি অ্যানি আব্রাহাম র‍্যাফের নেতৃত্বে থাকবেন।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২ নভেম্বর ২০২২