কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর ২০২২

494
0
daily current affairs
Indians suffering from fever get their blood test for dengue at a fever clinic run by a government hospital in New Delhi, India, Thursday, Sept. 17, 2015. India's capital struggles with its worst outbreak of the dengue fever in five years. Outbreaks of the mosquito-borne disease are reported every year after the monsoon season that runs from June to September. (AP Photo/Manish Swarup)

আন্তর্জাতিক 
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে গুলি চালানোর ঘটনার ষড়যন্ত্র পাকিস্তানের  প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ ৪ জন করেছেন বলে সরাসরি অভিযোগ করলেন ইমরান। পাক সরকার এই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এটা সাজানো ঘটনা হতে পারে।
  • ইজরায়েলের সাধারণ নির্বাচনে সবথেকে বেশি আসন পেল লিকুদ পার্টি । ফলে  অন্যান্য দলের সমর্থন নিয়ে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রসঙ্গত , ইজরায়েলের সবথেকে বেশি মেয়াদের প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি তিনি । ১২০ আসনের আইনসভায় তাঁকে সমর্থন করেছেন ৬৪ জন।
  • ব্রিটেনে প্রতি ছয় জনের মধ্যে একজন অভিবাসী । সংখ্যার দিক থেকে তা প্রায় এক কোটি । অভিবাসীদের মধ্যে প্রথম তিনটি স্থানে রয়েছে ভারত, পাকিস্তান ও রোমানিয়ার অভিবাসীরা । ব্রিটেনে ভারতীয় অভিবাসীর সংখ্যা ৯ লক্ষ ২০ হাজার জন । সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে ।
 জাতীয় 
  • গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রী পদে একজন সাংবাদিকের নাম ঘোষণা করল আম আদমি পার্টি । তিনি হলেন ইসুদান গাদভি। সম্প্রতি দেড়শো কোটি টাকার দুর্নীতি ফাঁস করেছেন তিনি ।
  • পশ্চিমবঙ্গে আসন্ন প্রাথমিক টেট -এর জন্য আবেদন জানিয়েছেন ৬ লক্ষ ৯০ হাজার জন প্রার্থী। আবেদন জানানোর প্রক্রিয়া শেষ হয়েছে ।
  • ভারতে এসে ইন্ডিয়া তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল কোলাবরেশন শীর্ষ সম্মেলনে যোগ দিলেন তাইওয়ানের উপ অর্থমন্ত্রী চেরন চই চেন । ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার নিয়ে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাঁর এই সফরে।
 খেলা
  • প্রো হকি লিগে নিউজিল্যান্ডকে ৭-৪ গোলে হারিয়ে দিল ভারতের মেয়েরা। লিগে প্রথম ম্যাচে এই নিউজিল্যান্ডকেই ভারতের মেয়েরা ৪-৩ গোলে হারিয়েছিল।
  • ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দল হিসেবে সেমিফাইনালে গেল নিউজিল্যান্ড । এদিন তারা ৩৫ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন আয়ারল্যান্ড দলের বোলার জশুয়া ব্যায়ান লিটল। অন্য ম্যাচে আফগানিস্তান ৪ রানের ব্যবধানে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে।
  • আইএসএল-এর ম্যাচে ইস্টবেঙ্গল ০-১ গোলে হেরে গেল চেন্নাইয়ান এফসি – এর কাছে।
বিবিধ
  • ডেঙ্গুতে প্রাণহানি হল বেলেঘাটা আই ডি হাসপাতালের সহকারী সুপার (নন মেডিকেল ) অনির্বাণ হাজরার (৪২) । প্রসঙ্গত , পশ্চিমবঙ্গে চলতি বছরে ৪৮০৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
  • স্পেনে একজন মহিলা ১২ বার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ও প্রতিবার রোগকে জয় করেছেন। নাম পরিচয় প্রকাশ না করে এই খবর প্রকাশ করেছে একটা মেডিকেল জার্নাল। তাঁর এই বিস্ময়কর জীবনী শক্তির উৎস নিয়ে গবেষণা শুরু হয়েছে।