Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুলাই ২০২১

daily current affairs

Courtesy: Times Now


আন্তর্জাতিক
জাতীয়
বিবিধ
খেলা
  • টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে পদক জিতলেন মীরাবাই চানু। ২৬ বছরের চানু মহিলাদের ৪৯ কেজি বিভাগের ভারোত্তোলনে ২০২ কেজি ওজন তুলে ( স্ন্যাচ ৮৭ কেজি , ক্লিন অ্যান্ড জার্ক ১১৫ কেজি) ওর পদক জিতলেন। পঞ্চম ভারতীয় হিসাবে অলিম্পিকে ব্যক্তিগত খেলায় রুপোর পদক পেলেন। ২০০০ সালে কর্ণাম মালেশ্বরীর পর দ্বিতীয় কোনো ভারতীয় মহিলা অলিম্পিক থেকে পদক জিতলেন। অলিম্পিকে ২০১৬ সালে রিও অলিম্পিকে তিনি সম্পূর্ণ করতে না পেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। চানুর বাবা বাস চালক। ছোটবেলায় মাথায় কাঠ বোঝাই করে বয়ে আনতেন চানু। মনিপুরের বাসিন্দা চানু ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।
Exit mobile version