কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর ২০২২

442
0
daily current affairs

আন্তর্জাতিক
  • শেষপর্যন্ত প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়ল ২৩ টন ওজনের ধ্বংসাবশেষ । চিনের ‘দ্য লং মার্চ ৫ বি’ রকেটের ওই ধ্বংসাবশেষ কোথায় এসে পড়বে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল । এই আতঙ্কে স্পেনে এক ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল ।
  • রাশিয়ার কোষ্ট্রমা শহরে ভলগা নদীর তীরে একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারালেন ১৫ জন ।
  • বাহারিন সফরে গেলেন পোপ ফ্রান্সিস ।
জাতীয় 
  • বয়স ১০৬ বছর । পেশায় প্রাক্তন স্কুলশিক্ষক । স্বাধীন ভারতের সর্ব প্রথম ভোট দিয়েছিলেন তিনি । জীবনে ভোট দিয়েছেন ৩৪ বার । সেই শ্যামচরণ নেগি এদিন প্রয়াত হলেন । মাত্র তিনদিন আগে হিমাচল প্রদেশের কল্পায় পোস্টাল ব্যালটে বিধানসভা নির্বাচনের ভোট দিয়েছেন । ১৯৫২ সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন সম্পন্ন হয় । বরফের জন্য দুর্গম হয়ে ওঠে হিমাচল প্রদেশ , তাই সেখানে ৬ মাস আগে ভোট নেওয়া হয়েছিল । সেই কারণে ১৯৫১ সালের ২৩ অক্টোবর ভোট দেওয়ার পর দেখা যায় স্বাধীন ভারতের সর্ব প্রথম ভোটটি দিয়েছেন তিনিই । নির্বাচন কমিশনের বিজ্ঞাপনের মুখও ছিলেন শ্যামচরণ নেগি ।
  • জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার । দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার জানালো যে, জাতীয় সংগীত’জনগণমন’ ও জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ সমান মর্যাদার ।
  • সামনের শিক্ষাবর্ষে হিন্দিতে এমবিবিএস পড়ানোর ঘোষণা করল উত্তরাখন্ড । এর আগে হিন্দিতে এমবিবিএস পাঠ্যক্রমের উদ্বোধন হয়েছে মধ্যপ্রদেশে ।
খেলা 
  • ২০২২ সালের সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি ট্রফি জিতল মুম্বই । এদিন কলকাতার ইডেন গার্ডেনসে ফাইনালে তারা ৩ উইকেটে পরাস্ত করল হিমাচল প্রদেশকে ।
  • সিডনিতে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড । এর ফলে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড এবং প্রতিযোগিতা থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ।
বিবিধ
  • কৃষিবিজ্ঞানে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে ‘ব্যাংকার্স ইনস্টিটিউট ফর রুরাল ডেভেলপমেন্ট’ সংস্থার ( বার্ড ) সঙ্গে সমঝোতা চুক্তি করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় । সংস্থার রেজিস্ট্রার অর্চনা সিং ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক সমিত রায় সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
  • ১৩২ বছরের পুরনো ২০০ মিটার দীর্ঘ একটা সুড়ঙ্গের সন্ধান মিলল মুম্বইয়ে । মুম্বইয়ের বাইকুল্লা সরকারি মেডিকেল কলেজের নিচে ব্রিটিশ আমলে তৈরি এই সুড়ঙ্গের সন্ধান মিলল ।