আন্তর্জাতিক
- খারাপ আবহাওয়ার মধ্যে তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে ডুবে গেল একটা যাত্রীবাহী বিমান। তাতে প্রাণহানি হয়েছে অন্তত ১৯ জনের। এখনও পর্যন্ত ২৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তানজানিয়ার রাজধানী শহর দার এস সালাম থেকে ৪৩ জন যাত্রী নিয়ে উড়েছিল ‘এটিআর ৪২’ বিমানটি । অনুমান করা হচ্ছে, খারাপ আবহাওয়ার জন্য ভিক্টোরিয়া হ্রদে পড়েছে সেটি। সঙ্গে সঙ্গেই ডুবে গিয়েছে জলের নীচে। আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া । তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ‘প্রিসিশন এয়ার’-এর বিমানটির ভিক্টোরিয়া হ্রদের কাছে বুকাবু বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্রে এক আততায়ীর গুলিতে নিহত হলেন ১০ জন। ফিলাডেলফিয়ার কেনসিংস্টন ও আলেঘেনি শহরের মাঝে এক পানশালায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে।
- ২২০০ ফুট দীর্ঘ শতাব্দীপ্রাচীনএকটি সুড়ঙ্গ ব্যবহার করে নায়াগ্রা জলপ্রপাত দেখা যাবে। ১৯০৫ সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সেটি নির্মাণ করেছিল কানাডা সরকার। এখন দর্শকদের জন্য তা খুলে দেওয়া হচ্ছে।
জাতীয়
- দেশের মানুষের কাছে এই মুহূর্তে রয়েছে রেকর্ড পরিমাণ অর্থ। ২০১৬সালের ৪ নভেম্বর বাতিল করা হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। তার ঠিক আগে দেশে নগদের পরিমাণ ছিল ১৭.৭ লক্ষ কোটি টাকা। আর বর্তমানে চলতি বছরের ২১ অক্টোবরের তথ্য উল্লেখ করে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে , দেশে এখন বাজারে রয়েছে ৩০.৮৮ লক্ষ কোটি টাকা। নোট বাতিলের ৬ বছরে নগদ টাকা বৃদ্ধির পরিমাণ ৭১.৮৪ %।
- জলপাইগুড়ি জেলার বেলকোবা গ্রাম পঞ্চায়েতের দশদরগা গ্রামের একটি রাস্তার নাম রাখা হল হায়দর আলি সড়ক । গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী সদস্য হায়দর আলি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করায় তার নামে রাস্তা বানানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ।
খেলা
- টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠল ভারত। এদিন গ্রুপের ম্যাচে তারা ৭১ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে । ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের সূর্যকুমার যাদব । জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে অপরাজিত ৬১ রান করেছেন সূর্য। চলতি বছরে টি টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান হয়ে গেল তাঁর । সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড । অন্য ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল পাকিস্তান । সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড । এদিন নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা । ফলে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা । পরের বার ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রতে । দুবছর পরে অবশ্য হবে ২০টি দেশের বিশ্বকাপ । ১০টি দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তারা হল নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া , শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা , নেদারল্যান্ডস ও আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র । ফলে বাংলাদেশকে আগে পরের বার বাছাই পর্ব খেলতে হবে ।
বিবিধ
- তিরুমালা তিরুপতি দেবস্থানম একটি শ্বেতপত্র প্রকাশ করল । তাতে বলা হয়েছে , তিরুপতি মন্দিরের মোট সম্পত্তি ২.২৬ লক্ষ কোটি টাকার । এর মধ্যে রয়েছে ৫৩০০ কোটি টাকা মূল্যের ১০.৩ টন সোনা । নগদের পরিমাণ ১৫৯৩৮ কোটি টাকা । তা রাখা হয়েছে ব্যাঙ্কে । তিরুপতি মন্দিরের স্থাবর সম্পত্তি ৯৬০ , তার মোট আয়তন ৭১২৩ একর ।