কারেন্ট অ্যাফেয়ার্স ৭ নভেম্বর ২০২২

402
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মিশরের সার্ম এল শেখে শুরু হল ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ ২৭ ( কনফারেন্স অব পার্টিস ২৭ )। বিশ্বের ১৯৮ টি দেশের ৩০ হাজার প্রতিনিধি এই বৈঠকে অংশ নিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও যোগ দিলেন এই বৈঠকে। প্রসঙ্গত , রাষ্ট্রসঙ্ঘের তথ্য , ২০১৬ সাল থেকে ২.৮ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে পৃথিবীর তাপমাত্রা। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৪৫ শতাংশ কমানোর কথা থাকলেও উন্নত দেশগুলো তাতে কর্ণপাত করছে না।
  • কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোর নৌ বাহিনীর প্রধান পদাধিকারী ব্যক্তিদের নিয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হল জাপানের রাজধানী টোকিওয়। ভারত , জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এই গোষ্ঠীতে রয়েছে। ভারতের নৌ বাহিনীর প্রধান এডমিরাল আর হরি কুমার এই সম্মেলনে যোগ দিয়েছেন।
 জাতীয় 
  • উচ্চবর্ণের মানুষের মধ্যে যাঁরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাঁদের জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ % আসন সংরক্ষণের সিদ্ধান্ত অনুমোদন করল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সংবিধানের ১০৩ তম সংশোধনী বিল ইতিমধ্যেই পেশ হয়েছে সংসদে। পাঁচ জন বিচারপতির বেঞ্চ অবশ্য এই রায় নিয়ে একমত হয়নি। তিনজন পক্ষে ও দুজন বিপক্ষে মত দেন। খোদ প্রধান বিচারপতি বিপক্ষে রায় দেন। কিন্তু সংখ্যাগুরুর রায়কেই চূড়ান্ত বলে মনে করা হয়। সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে বর্তমানে ৪৯.৫ % সংরক্ষণ রয়েছে। তফসিলি জাতি , তফসিলি উপজাতি , সামাজিক অনগ্রসর শ্রেণির জন্য বর্তমানে যথাক্রমে ১৫, ৭.৫ ও ২৭ % সংরক্ষণ রয়েছে। অর্থনৈতিক দিক থেকে দুর্বল উচ্চবর্ণের মানুষের জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ % আসন সংরক্ষণের সিদ্ধান্তটির বিরুদ্ধে ৪০ টি মামলা হয়েছিল । এক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে দুর্বল বলতে তাঁদের বোঝান হয়েছে যাঁদের পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম।
  • দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকায় দিল্লিতে পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হল।
  • ২০১৭ সালে টেট উত্তীর্ণ ৯৮৯৬ জন প্রার্থীর প্রাপ্ত নম্বর প্রকাশ করল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ । অবশেষে তাঁদের শংসাপত্রও দেওয়া হচ্ছে।
 খেলা 
  • আইসিসির অক্টোবর মাসের শ্রেষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ২২০ রান।
  • পেশাদার ফুটবল খেলা থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন জাতীয় ফুটবলার নির্মল ছেত্রী।
বিবিধ 
  • কৃত্রিম উপায়ে তৈরি করা রক্ত দেওয়া হল মানুষের শরীরে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পরীক্ষাগারে তৈরি হয়েছে রক্ত। রক্তদাতার স্টেম সেল থেকে তা তৈরি করা সম্ভব হয়েছে। এবার স্বেচ্ছাসেবক দলের শরীরে প্রবেশ করিয়ে দেখে নেওয়া হবে যে তা কার্যকর হচ্ছে কিনা।
  • নামিবিয়া থেকে আনা চিতাগুলোকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের বড় এনক্লোজারে রাখা হয়েছিল। লক্ষ্য ছিল যাতে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে । সেখানে ফ্রেডি ও এলটন নামে দুটি চিতা এদিন স্বাভাবিক ভাবে একটা চিতল হরিণ শিকার করল।