চিনের গুয়াংঝৌ শহরে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। চিনের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই শহর। প্রসঙ্গত , চিনের সাংহাই শহরে দীর্ঘদিন লকডাউন চলায় বিক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমগুলিতে সম্প্রতি উপচে পড়েছে।
মিশরের সার্ম এল শেখে ২৭ তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ ২৭ (কনফারেন্স অব পার্টিস ২৭ )-এ ভারতের পক্ষ থেকে যোগ দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। ৬ নভেম্বর শুরু হয়েছে এই সম্মেলন , চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বিশ্বের ১৯৮ টি দেশের ৩০ হাজার প্রতিনিধি এই বৈঠকে অংশ নিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও যোগ দিলেন এই বৈঠকে।
জাতীয়
দুদিনের রাশিয়া সফরে মস্কোয় গিয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি মন্তব্য করেছেন, ‘‘এই যুগটা যুদ্ধের নয়।’’ গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন , ‘‘এখন যুদ্ধের সময় নয়।’’
বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হল গুজরাটে। এদিন আনন্দ স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে তিনি গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় প্রাণ হারিয়েছেন। বন্দে ভারত এক্সপ্রেস সেমি হাইস্পিড ট্রেন। এইনিয়ে গত পাঁচ সপ্তাহে চতুর্থবার এই ট্রেন দুর্ঘটনায় পড়ল।
দলত্যাগ করলেন দশ বারের বিধায়ক। বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ নিলেন গুজরাটের একজন বিধায়ক। কংগ্রেসের দশ বারের বিধায়ক মোহনসিংহ রাথওয়া যোগ দিলেন বিজেপিতে। ৭৮ বছর বয়সি জনজাতি নেতা মোহনসিংহ মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন গুজরাত কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকোরকে। মোহনসিংহ ছোট উদয়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি ।
দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথগ্রহণ করবেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।
দেশে নোট বাতিল ঘটনার ছয় বছর পূর্ণ হল। ২০১৬ সালের ৮ নভেম্বর রাতারাতি বাতিল হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট ।
খেলা
আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা পরিচালনা করবেন তিনজন মহিলা রেফারিও । তাঁরা হলেন জাপানের ইয়োসিমি ইয়ামাশিতা ,ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট ও রোয়ান্ডার সালিমা মুকসানসাঙ্গার ।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি – এর হল অব ফেম- এ ঠাঁই পেলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপল। পাকিস্তানের প্রয়াত ক্রিকেটার আব্দুল কাদিরের নামও যুক্ত হয়েছে এই তালিকায়।
দেশে ফুটবল খেলার মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা । ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ – এর সভাপতি কল্যাণ চৌবে জানালেন, রেফারিদের প্রাপ্য বাড়ানো হবে যাতে তাঁরা খেলার মানোন্নয়নে আরও মন দিতে পারেন । প্রসঙ্গত, বর্তমানে ম্যাচ প্রতি রেফারিদের পারিশ্রমিক নগন্য। রাজ্য লিগে ২৫০০ থেকে ৫০০০ টাকা করে , জাতীয় স্তরের লিগে ম্যাচ প্রতি আট থেকে ১০ হাজার টাকা করে । এআইএফএফ -এর পরিকল্পনা, দেশের ৫০ জন রেফারির সঙ্গে ফেডারেশন চুক্তি করবে। তাঁরা মাসে ৫০ থেকে ৮০ হাজার টাকা করে পাবেন।
বিবিধ
বায়ুদূষণ সূচক অনুযায়ী দেশের দূষিত শহরগুলির তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দেশের ১৬৩টি শহরের নাম রয়েছে সেখানে। এই সূচক অনুযায়ী দেশের সবচেয়ে বেশি দূষিত শহরের নাম কাটিহার । বিহারের এই শহরের বায়ুদূষণ সূচক ৩৬০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি ও বেগুসরাই । এই দুই শহরের বায়ুদূষণ সূচক হল যথাক্রমে ৩৫৪ ও ৩৩৯। এর পরে রয়েছে ফরিদাবাদ , সিওয়ান , নয়ডা , গোয়ালিয়র , কাথিয়াল, গুরুগ্রাম , গাজিয়াবাদ প্রভৃতি শহর। পশ্চিমবঙ্গের সবথেকে দূষিত শহর ইংরেজবাজার ও বালুরঘাট।