কারেন্ট অ্যাফেয়ার্স ৯ নভেম্বর ২০২২

391
0
daily current affairs
Courtesy: Times of India

আন্তর্জাতিক 
  • ব্রিটেনে ঋষি সুনক মন্ত্রিসভার একজন সদস্য ইস্তফা দিতে বাধ্য হলেন। দপ্তরবিহীন ওই মন্ত্রীর নাম গ্যাভিন উইলিয়ামসন। কনজাররভেটিভ পার্টির একজন সাংসদকে আপত্তিকর মেসেজ পাঠানো এবং এক প্রাক্তন সরকারি আমলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে টেরেসা মে ও বরিস জনসন মন্ত্রিসভা থেকেও অপসারণ করা হয়েছিল গ্যাভিন উইলিয়ামসনকে।
  • নেপালে ভূমিকম্পে অন্তত ৬ জনের প্রাণহানি হল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রাত ১টা ৫৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে মধ্যকালীন নির্বাচনে ভাল ফল করল ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বর্তমানে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির আসন সংখ্যা হল যথাক্রমে ৪৮ ও ৪৯। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেসেন্টেটিভসে  ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির আসন সংখ্যা যথাক্রমে ১৮৭ এবং ২০৩। এখনও কিছু আসনের ভোট গণনা চলছে।
জাতীয় 
  • বাবরি মসজিদ ধ্বংসের মামলা নিয়ে সিবিআই এর বিশেষ আদালতের রায় বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট। ২০২০-র ৩০ সেপ্টেম্বর লখনউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্রকুমার তাঁর রায় ঘোষণা করে জানিয়েছিলেন, করসেবকদের হামলায় বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনা ছিল না। গোটাটাই ‘হঠাৎ ঘটে যাওয়া’ স্বতঃস্ফূর্ত জনরোষের ফল।
  • দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন  বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হলেন।তাঁর বাবা বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন । শুধু তাইই নয় বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়  দেশে সবথেকে বেশিদিন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনের রেকর্ড করেছিলেন যা এখনও বহাল । ১৯৭৮ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাত বছর তিনি ওই পদে ছিলেন । দেশে এই প্রথম পিতা পুত্রের প্রধান বিচারপতি হওয়ার নজির স্থাপিত হল । বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এদিন থেকে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি  প্রধান বিচারপতি পদে থাকবেন ।এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করালেন ।
  • শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে জামিন দিল মুম্বইয়ের বিশেষ আদালত । এই মামলার সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভর্ৎসনা করে বিচারক এম জি দেশপান্ডে বলেছেন , সাধারণ দেওয়ানি মামলাকে অর্থনৈতিক অপরাধ বলে চালিয়ে দেওয়া যায় না ।
খেলা
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠল পাকিস্তান।সেমিফাইনালে তারা ৭ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালেও পাকিস্তান হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
বিবিধ 
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গেলেন হলিউডের খ্যাতনামা অভিনেতা শন পেন। ২০০৩ ও ২০০৪ সালে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। তারই একটি তিনি উপহার দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে।
  • নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ ঠেকাতে যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ হয়ে গেল লন্ডন হাইকোর্টে। ভারতে ১১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত তিন।