কারেন্ট অ্যাফেয়ার্স ১০ নভেম্বর ২০২২

schedule
2022-11-15 | 09:00h
update
2022-11-15 | 09:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে মেয়েদের জন্য নতুন ফতোয়া জারি করল তালিবান। এতদিন পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে বেরতে পারতেন না মহিলারা। এবার কাবুলে পার্কে এবং মেলায় মেয়েদের যাওয়া নিষিদ্ধ করে দিল তালিবান। যে কোনও ধরনের পার্কে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। তালিবান শাসন শুরুর পর আফগানিস্তানে মেয়েদের জন্য হিজাব এবং বোরখা পরা বাধ্যতামূলক। রাস্তায় মেয়েদের একা  চলাফেরা করা কঠোরভাবে নিষিদ্ধ। মেয়েদের জন্যউচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে  স্কুলও বন্ধ করে রেখেছে তালিবান প্রশাসন ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একজন মহিলাকে মৃত্যুদণ্ড দিল আদালত। টেলর রেনে পার্কার নামে ২৯ বছর বয়সি ওই  তরুণী ২০২০ সালের ৯ অক্টোবর নিজের বান্ধবী রিগান সিমন্স হ্যানকককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন। অন্তঃসত্ত্বা হ্যানককের পেতে শতাধিকবার ছুরি মেরে গর্ভস্থ সন্তানকে বের করে নেন তিনি। এই ঘটনায় হ্যানকক ও নবজাতকের মৃত্যু হয়।
  • মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১১ জনের । ঘটনাচক্রে তাঁদের মধ্যে ৯ জনই ভারতীয় নাগরিক। মালের একটি বাড়ির গ্যারেজে অগ্নিকান্ড ঘটে। মৃতেরা সকলেই পরিযায়ী শ্রমিক।
Advertisement

জাতীয় 
  • ডিসেম্বর মাস থেকে একবছর জি ২০ গোষ্ঠীর সভাপতি পদ থাকবে ভারতের হাতে। সেই একবছরের কাজের পরিকল্পনা নিয়ে এদিন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করলেন এই গোষ্ঠীর শেরপা অমিতাভ কান্ত।
  • কেরলে রাজ্যপালের সঙ্গে শাসক দলের বিরোধ আরও বৃদ্ধি পেল । কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে সেখানকার কলামণ্ডলম বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরানো হল বলে জানিয়েছে কেরল সরকার।এজন্য অর্ডিন্যান্স জারির সিদ্ধান্ত নেয় কেরলের এলডিএফ সরকার
  • জ্ঞানবাপী মামলার বিচার হবে সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে । এদিন তা জানানো হল ।
 খেলা 
  • এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের অভিযান শেষ হয়ে গেল। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত হার মানল ১০ উইকেটে। ভারত শেষবার কোনও আইসিসির ট্রফি জিতেছিল ২০১৩ সালে। তারপর থেকে আর কোনো আইসিসির প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি ভারত।
  • আইএসএলে মোহনবাগান ২-১ গোলে জয়লাভ করল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
 বিবিধ
  • আরজেডি দলের প্রতিষ্ঠাতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই উদ্বেগজনক। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। সেখানে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হবে। লালুপ্রসাদ যাদবের দ্বিতীয় কন্যা রোহিনী আচার্য তাঁকে কিডনি দান করবেন বলে জানা গেছে । বর্তমানে লালুপ্রসাদ যাদবের বয়স ৭৪ বছর।
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্যসচিব জিতেন্দ্র নারায়ণকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে মহিলাদের লাঞ্ছনার গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছিল।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.05.2024 - 14:12:32
Privacy-Data & cookie usage: