কারেন্ট অ্যাফেয়ার্স ১১ নভেম্বর ২০২২

451
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক 
  • গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। এই সময়ে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে নিহত ও আহত হয়েছেন এক লক্ষেরও বেশি রুশ সেনা। গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে এই দাবি করেছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলেরি! তাঁর দাবি ,এই যুদ্ধে রাশিয়ার আক্রমণে ৪০ হাজারেরও বেশি সাধারণ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে শীত আসার আগেই ইউক্রেনের খেরসন এলাকা থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা করেছে রাশিয়া ।
জাতীয় 
  • ১৯৯১-এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমপুদুরে নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে হত্যা করা হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে। তিন দশক কারান্তরালে থাকসর পর সুপ্রিম কোর্টের নির্দেশে  ওই মামলার অপরাধীরা মুক্তি পেতে চলেছে। ওই মামলায় সাজাপ্রাপ্ত ছ’জন যথা নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমারকে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।ওই মামলার আর এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে চলতি বছরের মে মাসে মুক্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট। নলিনী-সহ অন্য দোষীরাও রাজীব হত্যা মামলায় কমবেশি ৩১ বছর ধরে জেলবন্দি রয়েছেন। তাদের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন যায়। সেই বিষয়ে সিদ্ধান্ত হতে দেরি হওয়ায় ২০১৪ সালে সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায়। তাঁদের মুক্তির জন্য তামিলনাড়ু সরকারও সুপারিশ করেছিল।
  • বেঙ্গালুরুতে দেশের পঞ্চম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেমি হাইস্পিড ট্রেনটি চলবে মাইসুরু ও চেন্নাইয়ের মধ্যে। এদিন তিনি কর্ণাটক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের উদ্বোধনও করলেন। ৫০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি দেখতে সুসজ্জিত বাগানের মতো। বেঙ্গালুরুতে এদিনই নাগপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট উঁচু মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের ভোক্কলিগা সম্প্রদায়ের সম্মানীয় নেতা ছিলেন নাগপ্রভু কেম্পেগৌড়া ।
  • ২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে যে ৩৯২৯টি শূন্যপদ ছিল সেখানে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের থেকেই নিয়োগ করতে হবে বলে জানিয়ে দিল আদালত।

 

খেলা 
  • আইএসএল -এর ম্যাচে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল  ১-০ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি-কে। চলতি বছরের আইএসএলে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল।
  • জর্ডানে এশীয় বক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন ভারতের লভলিনা বরগোঁহাই , প্রবীণ হুডা , আলফিয়া খান ও সুইটি ।
বিবিধ 
  • ভ্যান গখের একটি ছবি বিক্রি হল ১১০ কোটি ডলারে। ভারতীয় মুদ্রায় তা প্রায় ৯৪২ কোটি টাকা। ছবির নাম ‘অৰ্চার্ড উইথ সাইপ্রেসেস’। ভ্যান গখের  ছবিতে এটি রেকর্ড দাম।
  • ভাষ্যপাঠ শিল্পী কেভিন কনরয় (৬৬) প্রয়াত হলেন। ব্যাটম্যান চরিত্রে তিনি কন্ঠদান করেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। ১৫টি চলচ্চিত্র এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ব্যাটম্যানের চরিত্রে কন্ঠদান করেছেন তিনি। এমনকি ব্যাটম্যানকে নিয়ে যেসব ভিডিও গেম তৈরি হয়েছে সেখানেও তাঁরই গলা রয়েছে । অভিনেতা হিসেবেও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি ।
  • মুম্বইয়ে জিমে অনুশীলন করার সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (৪৬)। ‘কুসুম’ , সূর্যপুত্র কর্ণ’ প্রভৃতি বহু হিন্দি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।