ইরানে মহিলা ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের বৈঠক ডাকার দাবি উঠেছে। ইরানে গত সেপ্টেম্বর মাসে মাহশা আমিনি নামে একজন তরুণীর পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছিল। যথাযথ ভাবে হিজাব না পরার অভিযোগে তাকে পিটিয়ে মারা হয় বলে তার পরিবার দাবি করেছে। এরপর থেকেই লাগাতার বিক্ষোভ চলছে ইরানে। নিহত হয়েছেন বেশ কয়েকজন। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের বৈঠক ডাকতে হলে সদস্য দেশগুলোর এক তৃতীয়াংশ সমর্থন দরকার হয়। এক্ষেত্রে জার্মানি , আইসল্যান্ডের আনা প্রস্তাব ৪৪টি দেশ সমর্থন করেছে।
প্যারিসে রাষ্ট্রসঙ্ঘের সিওপি ২৭ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের সময়ে জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করলেন তিনি ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ জন ব্যক্তির রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল পুতিন প্রশাসন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা জারির পালটা হিসেবে এই পদক্ষেপ নিল তারা।
নেপালে ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৫.৪। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয় বার ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে। এই কম্পন দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়ও টের পাওয়া গেছে।
জাতীয়
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আটক থাকতে হল অভিনেতা শাহরুখ খান ও তাঁর দলকে। শারজা আন্তর্জাতিক বইমেলা থেকে ফিরছিলেন তিনি। বিমানবন্দরের ৩ এ টার্মিনালে নামে তাঁর বিশেষ চার্টার্ড বিমান। এরপর ওই দলটির ব্যাগে মোট ১৭ লক্ষ ৮৬ হাজার টাকা দামের ৬ টি ঘড়ির সন্ধান পান শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স। এরপর শাহরুখ ৬ লক্ষ ৮৮ হাজার টাকা শুল্ক জমা করার পর ছাড়া পান।
হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৬ % ভোট পড়ল। ১৫৭ টি বুথ ছিল মহিলা পরিচালিত। তাশিগং গ্রামের ভোটকেন্দ্রটি বিশ্বের সবচেয়ে উঁচু ভোটগ্রহণ কেন্দ্র , যার উচ্চতা ১৫২৫৬ ফুট। ভোটের ফলাফল প্রকাশিত হবে ৮ ডিসেম্বর।
খেলা
বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে গেল বাংলা। রাঁচিতে গ্রুপ পর্বের ম্যাচে বাংলা হারল ৮ উইকেটে।
আইসিসি-এর ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিবিধ
অভিনব উপায়ে শ্রদ্ধা জানানো হল সেলিম আলিকে। বার্ড ম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত সেলিম আলির জন্মদিনে কলকাতায় পাখিদের জন্য বাসা বানিয়ে দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন ছিল তাঁর ১২৬ তম জন্মদিন। শহরে কংক্রিটের জঙ্গলে পাখিদের বাসা তৈরির উপাদান পাওয়াও কঠিন। তাই বাসা বানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।