কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ নভেম্বর ২০২২

291
0
daily current affairs

আন্তর্জাতিক 
  • তুরস্কের রাজধানী ইস্তানবুলে এক বিস্ফোরণে নিহত হলেন অন্তত ৬ জন। আহত হয়েছেন অন্তত ৮১ জন।এদিন  ইস্তানবুলের একটি ব্যস্ত রাস্তায় বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
  • গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরেই খোরসন দখল করেছিল রাশিয়ার সেনাবাহিনী। সম্প্রতি সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ সেনা। এদিন সেখানে পুনরায় উড়ল ইউক্রেনের জাতীয় পতাকা। প্রসঙ্গত, খোরসনই ছিল রুশ সেনার দখলে থাকা ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী।
  • আকাশে বিমানের কারসাজি দেখাতে গিয়ে বিপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস এগ্‌জিকিউটিভ বিমানবন্দরে চলছিল সেই এয়ার শো।উদ্দেশ্য ‘ভেটেরান ডে’ পালন । সেখানে উড়ন্ত বোয়িং বি-১৭ বম্বার বিমানটির সঙ্গে সংঘর্ষ হয় একটা ছোট বিমান বেল পি ৬৩ কিং কোবরা-এর।দুটি বিমানই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার । হতাহতের খবর জানা যায়নি ।
জাতীয় 
  • সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়োগের জন্য কলেজিয়াম প্রথাকে নিখুঁত বলে বর্ণনা করলেন দেশের দুই প্রাক্তন প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি ইউ ইউ ললিত। প্রসঙ্গত , সম্প্রতি কলেজিয়াম প্রথার সমালোচনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
  • ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হল একজন সেনা আধিকারিকের গুলিবিদ্ধ দেহ। তাঁর নাম হ্যাপি সিং তোমর।তিনি আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের নিযুক্ত ছিলেন। পুলিশের সন্দেহ , নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন তিনি।
 খেলা 
  • টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। এদিন মেলবোর্নে তারা ফাইনাল ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। ২০১০ সালের পর দ্বিতীয় বার তারা এই প্রতিযোগিতায় জয়ী হল। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এতদিন অন্য কোনও দেশ দ্বিতীয় বার টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়নি। ২০১৯ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপও জিতেছিল ইংল্যান্ড । ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন ইংল্যান্ডের স্যাম কারান । একইসঙ্গে তিনি ম্যান অব দ্য সিরিজও হয়েছেন ।
  • বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা ৯ উইকেটে হারিয়ে দিল মিজোরামকে।
বিবিধ 
  • প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মেহরান করিমি নাসিরি। এই ইরানি বৃদ্ধ ১৯৯৮ সাল থেকে জীবন কাটাচ্ছেন বিভিন্ন বিমানবন্দরেই। নিজেকে দেশহীন মানুষ বলে দাবি করতেন তিনি । নাসিরির বাবা ইরানি, মা স্কটল্যান্ডের নাগরিক। তাঁকে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়নি ব্রিটেন। তাঁর জীবন নিয়েই স্টিফেন স্পিলবার্গ তৈরি করেছেন বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য টার্মিনাল’।