ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর শীর্ষ বৈঠক শুরুর আগে সেখানে গিয়ে পৌঁছলেন সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানরা। এদিন চিনের রাষ্ট্রপতি জি চিনফিংয়ের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। বাইডেনের সঙ্গে এই প্রথম বৈঠকে বসলেন চিনফিং। অবশ্য এর আগে তাঁরা পাঁচ বার ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। এবারের জি ২০ শীর্ষ বৈঠকের থিম ‘বসুধৈব কুটুম্বকম’।
সিরিয়ার ইস্তানবুলে বিস্ফোরণের ঘটনায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের তত্ত্ব উড়িয়ে দিল পুলিশ। এক সিরীয় মহিলা বোমা রেখে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার নাম আহলাম আলবশি। এই ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ইরানে হিজাব বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিল সেখানকার আদালত। ইরানে ইতিমধ্যে হিজাব বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০০ জন বিক্ষোভকারীর।
জাতীয়
উপাসনাস্থল আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার হলফনামা দেওয়ার জন্য আরও সময় চাইল। ১৯৯১ সালে সংসদে পাশ হয়েছিল উপাসনাস্থল আইন।
সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর মইনপুরী লোকসভা আসনটি শূন্য হয়েছিল । এবার সেখানে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন পত্র জমা দিলেন তাঁরই পুত্রবধূ ডিম্পল যাদব।
এদিন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ৫৪৭ জন। ২০২০ সালের ৮ এপ্রিলের পর তা সর্বনিম্ন।
এবারের খেলরত্ন পুরস্কার পাবেন শরৎ কমল। টেবল টেনিস খেলার প্রখ্যাত খেলোয়াড় তিনি। শরৎ কমল একাই এবছর খেলরত্ন পুরস্কার পাবেন । এবছর দ্রোণাচার্য পুরস্কার পাবেন কুস্তির সুজিত মান , প্যারা শুটিংয়ের সুমা শিরুর, বক্সিংয়ের মহম্মদ আলি কামার ও তিরন্দাজির জীবনজ্যোৎ সিং তেজা। অর্জুন পুরস্কার পাবেন ২৫ জন খেলোয়াড় । সারা জীবনে খেলা ধুলায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পাবেন ফুটবলের বিমল ঘোষ ও ক্রিকেটের দীনেশ লাড । এদিন এই ঘোষণা করা হয়েছে ।
বিবিধ
শিশুদের নিয়ে ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতার আয়োজন করেছিল গুগল । ভারতের ১০০ টিরও বেশি শহরের স্কুলগুলোতে প্রথম থেকে দশম শ্রেণির ১ লক্ষ ১৫ হাজারের বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। সেখানে প্রথম স্থান পেয়েছেন কলকাতার শ্লোক মুখোপাধ্যায়। দশ বছরের শ্লোকের আঁকা ছবিটি এদিন ঠাঁই পেয়েছিল গুগলের ডুডলে।
অক্টোবর মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার হয়েছে ৬.৭৭ % ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার হয়েছে ৭.৪১ %। খুচরো মূল্যবৃদ্ধির হার গত তিন মাসের মধ্যে সবথেকে কম হয়েছে। কিন্তু টানা ১০ মাস ধরে তা রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত মানের থেকে বেশি।