Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০২১

daily current affairs

Courtesy: Scroll.in


আন্তর্জাতিক
  • ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারোর ইমপিচমেন্টের দাবিতে সে দেশের অন্তত ৪০০ শহরে মিছিল হল। হাজার হাজার মানুষ হাঁটলেন মিছিলে। একটি সমীক্ষায় দেখা গেছে বোলসোনারোর জনসমর্থন কমে হয়েছে ২৪ শতাংশ।
  • চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই- এর সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এরপর তারা যৌথ সাংবাদিক সম্মেলন করেন। কাশ্মীর সমস্যার সমাধানে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব মেনে চলতে হবে বলে সেখানে দাবি করা হল। এদিকে পাক অধিকৃত কাশ্মীরে প্রাদেশিক আইনসভায় নির্বাচন ঘিরে ব্যাপক হিংসার খোঁজ পাওয়া গিয়েছে।
জাতীয়
  • হিমাচল প্রদেশে ধস নেমে মৃত্যু হল ৯ জন পর্যটকের। সাংলা থেকে ছিটকুল যাওয়ার পথে বাতসেরি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে । পাথরের ধাক্কায় একটি সেতু ভেঙে পড়ল।
  • দেশে এদিন ৫১১৮২১০ জনকে করোনার টিকা দেওয়া হল। মোট ৪৩কোটি ৪১ লাখ ৫০ হাজার জন মানুষকে টিকা দেওয়া হয়েছে। এইদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে টিকা নেওয়ার প্রয়োজনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • দেশে এদিন ৩৯৭৪২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। কেরলে ১৮ হাজার ও মহারাষ্ট্রে ৬ হাজার জন সংক্রমিত হলেন। দেশে নতুন সংক্রমণের ৬২ শতাংশ ওই দুই রাজ্যের বাসিন্দা।
বিবিধ
  • তেলেঙ্গানার মহমুদাবাদ লোকসভা কেন্দ্রের টিআরএস সাংসদ মালথ কবিতাকে ছমাসের কারাদণ্ড দিল নামপল্লির বিশেষ আদালত।
  • ২০১৯ সালে লোকসভা নির্বাচন চলার সময় ভোটদাতাদের ঘুষ দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিশেষ আদালত গড়া হয়েছে।
  • তেলেঙ্গানার মুলুক জেলার রামাপ্পা মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করল ইউনেস্কো।
খেলা
  • হাঙ্গেরিতে আয়োজিত বিশ্ব ক্যাডেট কুস্তির ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের প্রিয়া মালিক।
  • শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৩৮ রানে জয়লাভ করল।
  • টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে হারল ভারত। প্রথম ম্যাচে ভারত ৩-২ গোলে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন ওয়ান  বিভাগ থেকেই ছিটকে  গেলেন প্রণতি নায়েক। এয়ার রাইফেলে যথাক্রমে দ্বাদশ ত্রয়োদশ স্থান পেলেন মানু বাকের ও যশস্বিনী দেশওয়াল।
  • ইরানের প্রবীণতম (৪১) ব্যক্তি হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন জাভেদ ফোরুঘি। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন তিনি।
Exit mobile version