আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর শীর্ষ বৈঠক শুরুর আগেই সেখান থেকে প্রস্থান ঘটল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের। অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিনায় নেশনস্ (আশিয়ান)-এ বৈঠকের পরই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। ফলে জি ২০ শীর্ষ সম্মেলনে অংশ না নিয়েই চলে যেতে হচ্ছে তাঁকে। এদিন আশিয়ান সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশ ছাড়াও চিন, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডার রাষ্ট্রপ্রধানরা। এদিকে জি ২০ শীর্ষ সম্মেলনের অবসরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ-র সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে খাদ্যসঙ্কট এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি নিয়ে আলোচনা হয়েছে। জি ২০ শীর্ষ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির ডাক দিলেন নরেন্দ্র মোদী। তবে জ্বালানি তেলের আমদানির ক্ষেত্রে ভারত কোনও রকম নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন রাষ্ট্রপ্রধানদের নৈশভোজের আসরে মুখেমুখী সাক্ষাৎ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের রাষ্ট্রপতি জি চিনফিংয়ের। লাদাখ উপত্যকার গালওয়ানে দুই দেশের সেনাদের রক্তাক্ত সংঘসের পর এই প্রথম তাঁরা মুখোমুখি হলেন । তাঁরা সৌজন্য বিনিময় করেন ও করমর্দন করেছেন। রাশিয়ার পক্ষ থেকে এই সম্মেলনে উপস্থিত আছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ । তাঁর সঙ্গেও কথা হয়েছে মোদীর।
- বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করে ফেলল। চলতি বছরের১১ জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। সেখানে যে নথি প্রকাশ করেছিল রাষ্ট্রসঙ্ঘ, তাতেই গাণিতিক নিয়ম উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছিল যে এদিন বিশ্ব এই জনসংখ্যায় পৌঁছবে। বিশ্বের জনসংখ্যা ৭০০ ৮০০ কোটিতে পৌঁছেছে ১২ বছরে। পরবর্তী সাড়ে চোদ্দ বছরে পুনরায় ১০০ কোটি জনসংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাতীয়
- মিজোরামে একটি পাথর খাদানে ছাদ ধসে অন্তত ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মিজোরামের হানথিয়াল জেলার মাউদা এলাকার ওই খাদানে পাথর ভাঙা হত। খাদানের ছাদ ভেঙে পড়ে শ্রমিকদের ওপর। এই ঘটনায় মৃতদের মধ্যে ৫ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা।
- একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনায় অভিযুক্ত আফতাব পুনওয়ালাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আফতাব ও শ্রদ্ধা ওয়াকার একসঙ্গে থাকতেন। মতের অমিল হওয়ায় সেই ভাড়া বাড়িতেই আফতাব ঠান্ডা মাথায় খুন করেছেন শ্রদ্ধাকে। দেহটি ৩৫ টুকরো করে রেখে দিয়েছিলেন নতুন কেনা ফ্রিজে। তারপর রোজ একটা করে প্যাকেট ফেলে আসতেন জঙ্গলে। ঘরে নতুন বান্ধবী এলে ফ্রিজ থেকে খন্ডগুলি সরিয়ে রাখতেন আলমারিতে।
খেলা
- খেলতে গিয়ে পায়ে আঘাত লেগেছিল কিশোরী খেলোয়াড় প্রিয়ার। গত ৭ নভেম্বর পেরিয়ার নগর সরকারি হাসপাতালে ডান পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কিন্তু সেই অস্ত্রোপচার ভুল হওয়ায় পায়ে পচন ধরে। দ্বিতীয়বার হয়। কিন্তু লাভ হয়নি। শেষপর্যন্ত চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে এদিন মৃত্যু হয় তাঁর।
- বাংলা ছেড়ে ত্রিপুরা দলে যোগ দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। এদিন সেই দলের হয়ে বিজয় হজারে ট্রফিতে তিনি শতরান করলেন চণ্ডীগড়ের বিরুদ্ধে। অবশ্য তার পরও তাঁর দল জিততে পারেনি। বিজয় হজারে ট্রফির অন্য ম্যাচে বাংলা হেরে গেল মহারাষ্ট্রের কাছে।
- প্রাক্তন জাতীয় ফুটবলার প্রিয়লাল মজুমদার (৭৯) প্রয়াত হলেন। কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান , দুই প্রধান দলের হয়ে খেলেছিলেন তিনি।
বিবিধ
- অক্টোবর মাসে দেশের রপ্তানি তার আগের বছরের অক্টোবর মাসের তুলনায় ১৬.৬৫ % কমে হয়েছে ২৯৭৮ কোটি ডলার। ওই একই সময়ে আমদানি ৬% বেড়ে হয়েছে ৫৬৬৯ কোটি ডলার। ফলে অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ২৬৯১ কোটি ডলার। শেষবার ২০২০ সালের নভেম্বর মাসে এই বিপুল বাণিজ্য ঘাটতির মুখে পড়েছিল দেশ। আগের বছরের অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতি ছিল ১৭৯১ কোটি ডলার ।