ইরানে সাম্প্রতিক হিজাব বিরোধী আন্দোলন বদলে গেছে সরকার বিরোধী আন্দোলনে। এদিন ২৩টি শহর উত্তাল হয়ে উঠল বিক্ষোভে। খোমেইন শহরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনির বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাড়িটি অবশ্য এখন একটি সংগ্রহশালা । তিন মাস আগে পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে এই আন্দোলনের সূচনা। ২১ জন বিক্ষোভকারীকে প্রাণদণ্ড দিয়েছে ইরানের আদালত। একটি মানবাধিকার সংগঠনের দাবি , বিক্ষোভ আন্দোলন দমাতে পুলিশের হাতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারত, জার্মানি , জাপান ও ব্রাজিলকে অন্তর্ভুক্ত করার দাবি জানালো ব্রিটেন।
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৭ জন অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি আবাসনে গিয়ে পড়েছিল ওই ক্ষেপণাস্ত্র । এদিকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে রাশিয়ার লাগাতার হামলার ফলে নিষ্প্রদীপ বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির শিকার প্রায় ১ কোটি মানুষ । শীতকালের শুরুতেই এই বিপদের মুখে পড়েছেন তাঁরা ।
জাতীয়
নয়াদিল্লিতে শুরু হল দুদিনের সন্ত্রাসবিরোধী সম্মেলন ‘নো মানি ফর টেরর’। এই নিয়ে তৃতীয় বর্ষে পড়ল এই সন্ত্রাসবিরোধী সম্মেলন। এই সম্মেলনে পাকিস্তান ও আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি , আমন্ত্রণ জানানো সত্ত্বেও যোগ দেয়নি চিন। বিশ্বের ৭২ টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন বৈঠকের অবসরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক হামলার বিষয়টি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
খেলা
এশীয় টেবল টেনিস প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন মণিকা বাত্রা। প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
লঙ্কা প্রিমিয়ার লিগের বিশেষ দূত নির্বাচিত হলেন ওয়াসিম আক্রম ও সনৎ জয়সূর্য।
বৃষ্টিতে ভেস্তে গেল ভারত – নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের প্রথম একদিনের ম্যাচ।
বিবিধ
মহাকাশে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি হল ভারতে। এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি রকেট সাফল্যের সঙ্গে মহাকাশে পাড়ি দিল। হায়দরাবাদের স্কাইরুট এরোস্পেস নামে একটি সংস্থার তৈরি ওই রকেটের নাম বিক্রম সারাভাইয়ের স্মৃতিতে রাখা হয়েছে ‘বিক্রম এস’। ৬ মিটার দীর্ঘ রকেটটির ওজন ৫৪৫ কেজি। শ্রীহরিকোটায় ইসরোর রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিনটি উপগ্রহ নিয়ে সেটি পাড়ি দিল। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘প্রারম্ভ’।