কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ নভেম্বর ২০২২

465
0
daily current affairs

আন্তর্জাতিক
  • এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারত, জার্মানি , জাপান ও ব্রাজিলকে অন্তর্ভুক্ত করার দাবি জানালো ফ্রান্স। এর আগে ব্রিটেনও একই দাবি জানিয়েছিল। প্রসঙ্গত , রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হল ফ্রান্স, ব্রিটেন , রাশিয়া , চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে  ফ্রান্স, ব্রিটেন , রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আগেও ভারতের স্থায়ী সদস্যপদের জন্য সওয়াল করেছে ।
  • ‘হোয়াসঙ ১৭’ নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া । এই পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্বের সময় প্রথম বার প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কিশোরী কন্যা। তার নাম জানানো হয়নি। একটি সূত্র দাবি করেছে তার নাম জু এ , বয়স ১২/১৩ বছর।
জাতীয়
  • দেশের নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন অরুণ গোয়েল । কেন্দ্রীয় আইন মন্ত্রক এই খবর জানিয়েছে। এর আগে তিনি কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের সচিব ছিলেন।
  • গান্ধি ম্যান্ডেলা পুরস্কার পেলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। এদিন ধর্মশালায় সুখলাগখাং মন্দিরে হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাঁর হাতে এই শান্তি পুরস্কার তুলে দিলেন। গান্ধি ম্যান্ডেলা ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।
  • ইকনমি থ্রি এসি কোচের টিকিটের দাম বাড়িয়ে এসি থ্রি টিয়ার কোচের ভাড়ার সমান করে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। অবশ্য এবার থেকে ইকনমি থ্রি এসি যাত্রীদের কম্বল বিছানাও দেওয়া হবে। প্রসঙ্গত , দেশে এখন ইকনমি থ্রি এসি এবং এসি থ্রি টিয়ার কোচের সংখ্যা যথাক্রমে ১২২৭৭ ও ৪৬৩।
খেলা
  • বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলা রেলওয়েজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৭ রানে জয়লাভ করল।
  • জাতীয় দলে খেলা প্রাক্তন ফুটবলার বাবু মানি ( ৫৯ ) প্রয়াত হলেন। কলকাতা ময়দানে আটের দশকে দাপিয়ে খেলেছেন তিনি।
 বিবিধ
  • প্রয়াত হলেন অভিনেত্রী তবসুম গোভিল (৭৮)। ১৯৪৭ সালে শিশুশিল্পী হিসেবে খ্যাতিলাভ করেন তিনি, তখন বেবি তবসুম নামে পরিচিত ছিলেন। আকাশবাণী , দূরর্দশনে বহু অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন তিনি।
  • ১৯৭৩ সালে ২০ জুলাই ৩২ বছর বয়সে প্রয়াত হন ব্রুস লি। তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্য ছিল। সম্প্রতি কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন , তাঁর অকাল মৃত্যুর কারণ সেরিব্রাল ইডিমা। শরীরে জলের আধিক্য থেকে এই পরিণতি হয়েছিল তাঁর। ঘটনা যে, ব্রুস লি তরল খাবার বেশি খেতেন । দিনে ১০-২০ বোতল পানীয়ও খেতেন তিনি। তিনি বলতেন, ‘বি ওয়াটার মাই ফ্রেন্ড’। শেষপর্যন্ত সেই জলই তাঁর মৃত্যুর কারণ হল।
  • পশ্চিমবঙ্গে ল- ক্লার্কদের জন্য ইউনিফর্ম চালুর ঘোষণা করলেন ল- ক্লার্কস স্টেট কাউন্সিলের চেয়ারম্যান । ল- ক্লার্কদের জন্য ঠিক হয়েছে, ডিসেম্বর মাস থেকে পুরুষদের আকাশী রঙের জামা ও মহিলাদের আকাশী রঙের শাড়ি পড়তে হবে।
  • ‘কাশী তামিল সঙ্গম’ নামে এক মাসের একটি সম্মেলন শুরু হল বারাণসীতে । দুই প্রাচীন জনপদের ঐতিহ্যমন্ডিত শিল্প বিষয়ক চর্চা হবে এই সম্মেলনে ।