কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নভেম্বর ২০২২

schedule
2022-11-24 | 08:48h
update
2022-11-24 | 08:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক 
  • দিনের আলোয় ঢাকার ব্যস্ত আদালত চত্বর থেকে দুই কুখ্যাত সন্ত্রাসবাদীকে ছিনিয়ে নিয়ে গেল তার সঙ্গীরা। ২০১৫ সালে মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় ও তাঁর গ্রন্থের প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে আলাদা আলাদা সময়ে কুপিয়ে হত্যা করার ঘটনায় দুজনেই অন্যতম অভিযুক্ত। তারা আল কায়েদার আদর্শে অনুপ্রাণিত ও আনসারুল্লা বাংলা দলের মাথা। দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
  • নেপালের সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সাধারণ মানুষ। ১৬৫ আসনের জন্য ভোট নেওয়া হয়েছে।
 জাতীয় 
  • মেঙ্গালুরুতে একটি অটো রিকশায় বিস্ফোরণের ফলে চালক ও একজন যাত্রী জখম হয়েছেন। এই ঘটনায় জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
  • খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্ডার মৃত্যু হয়েছে পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে। পাকিস্তান থেকে তিনি ভারতে নাশকতা চালাতেন বলে অভিযোগ। অতিরিক্ত মাদক সেবনের ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
  • পরপর ৪৮টি গাড়ি দুর্ঘটনায় পড়ল। একটি তেলের ট্যাঙ্কার থেকে তেল বেরিয়ে রাস্তায় পড়ার ফলে এই দুর্ঘটনা। জখম হয়েছেন ৩০ জন যাত্রী।
Advertisement

 খেলা 
  • উদ্বোধন হল কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের। এদিন কাতারের আল বায়েত স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করলেন ফিফা সভাপতি ঘানিম আল মুফতাহ ও কাতারের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুম।অনুষ্ঠানে সঞ্চালনা করলেন অভিনেতা মর্গান ফ্রিম্যান। মঞ্চে এসে মানুষের মন জয় করে নিলেন  ঘানিম আল মুফতাহ। তিনি কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। জন্ম থেকেই পা নেই তাঁর। কিন্তু জীবন যুদ্ধে হেরে যাননি তিনি।  এদিন সঙ্গীত পরিবেশন করলেন বিটিএস-এর প্রধান গায়ক জান  ও  কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। ২৮ দিনে কাতারের ৮ টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলা । এই প্রথম আরব  দুনিয়ায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে। এই প্রথম শীতকালে বিশ্বকাপ ফুটবল হচ্ছে। আয়োজক দেশ আগে বিশ্বকাপ খেলেনি , তাও এই প্রথম হল। এই প্রথম বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে সেমি অটোমেটেড অফলাইন প্রযুক্তি। এবং ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বেঁচে নেই , এমন অবস্থায় বিশ্বকাপও এই প্রথমবার । এদিন  প্রথম ম্যাচেই ইকুয়েডরের কাছে ০-২ গোলে হেরে গেল আয়োজক দেশ কাতার । এর আগে কখনও বিশ্বকাপের আয়োজক দেশ তাদের উদ্বোধনী ম্যাচে হারেনি । দুটি গোলই করলেন  অধিনায়ক এন্নার ভ্যালেন্সিয়া। বিশ্বকাপেও পাঁচটি গোল করে ফেললেন তিনি ।
  • নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জয়ী হল ৬৫ রানে। শতরান করলেন সূর্যকুমার যাদব।
  • আইএসএল প্রতিযোগিতায় মোহনবাগান ০-৩ গোলে পরাস্ত হল এফ সি গোয়ার কাছে।
 বিবিধ 
  • টালিগঞ্জের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (২৪) প্রয়াত হলেন। চলচ্চিত্র, ধারাবাহিক, ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। তাঁর ক্যান্সার হয়েছিল।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করার সিদ্ধান্ত জানালেন টুইটার-এর নতুন মালিক ইলন মাস্ক। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলার ঘটনায় টুইটার ব্যবহার করে ট্রাম্প ইন্ধন দেওয়ার পরে তাঁর  টুইটার বন্ধ করে দেওয়া হয়েছিল ।
  • দেশে ডি ম্যাট অ্যাকাউন্ট-এর সংখ্যা বেড়ে হল ১০.৪ কোটি। গত এক বছরের মধ্যে বৃদ্ধির হার ৪১ % ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 12:16:52
Privacy-Data & cookie usage: