কারেন্ট অ্যাফেয়ার্স ২১ নভেম্বর ২০২২

372
0
daily current affairs
Courtesy: Deccan Herald

আন্তর্জাতিক
  • ইন্দোনেশিয়ার জাভা প্রদেশ কাঁপল প্রবল ভূমিকম্পে। এখনও পর্যন্ত কমপক্ষে ১৬২ জনের প্রাণহানির খবর জানা গেছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। অন্তত ২৫ বার অনুকম্পন ধরা পড়েছে। জাভা প্রদেশের সিয়ানজুর অঞ্চলে মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎকেন্দ্র।
  • ইরানের সরকার বিরোধী আন্দোলন এবার পৌঁছে গেল বিশ্বকাপ ফুটবলের আসরেও। এদিন ইংল্যান্ডের সঙ্গে খেলা ছিল ইরানের । কিন্তু খেলা শুরুর আগে দেশের আন্দোলনকারী মানুষের পাশে দাঁড়িয়ে ফুটবল জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময় নীরব থাকলেন ইরানের ফুটবলাররা। ইরানের ফুটবল দলের অধিনায়ক আলিরেজা জাহানবকশ স্পষ্ট দিয়েছিলেন, ফুটবলারদের জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণ সাম্প্রতিক হিজাব বিরোধী আন্দোলনের ওপর পুলিশের দমন পীড়ন।  তিন মাস-এরও আগে পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর থেকে ইরানে বিভিন্ন বিক্ষোভ আন্দোলনে পুলিশের আঘাতে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে । এদিন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও নীরব থাকলেন। ইরানের মহিলা বাস্কেট বল দলের খেলোয়াড়রাও প্রতিবাদে সামিল হয়ে তাঁদের হিজাব ছাড়া ছবি পোস্ট করেছেন।

 

 জাতীয় 
  • আন্তর্জাতিক পরিসরে ও দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সংক্রমণের হার স্তিমিত হয়ে আসায় দেশের বিমানবন্দরগুলিতে আন্তর্জাতিক উড়ানে আসা যাত্রীদের জন্য করোনা বিধি আরও শিথিল করল কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা যাত্রীদের এখন থেকে অনলাইনে স্ব-ঘোষণা সংক্রান্ত ফর্ম পূরণ করা আর বাধ্যতামূলক থাকছে না।
  • ছদ্মবেশে দেশে প্রবেশ করেও পুলিশের চোখে ধুলো দিতে পারল না কট্টর খালিস্তানি সন্ত্রাসবাদী কুলবিন্দরজিৎ সিং ওরফে খানপুরিয়া। তাকে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বব্বর খালসা জঙ্গিগোষ্ঠীর এই সদস্যের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫ লক্ষ টাকা।
  • আইএএস আধিকারিক আরএল ঋষিকে গ্রেপ্তার করল পুলিশ ।তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন শ্রম কমিশনার । এক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণের কারণে তাঁকে আগেই সাসপেন্ড করা হয়েছিল ।

 

খেলা 
  • কাতার বিশ্বকাপ ফুটবলের ম্যাচে সেনেগালের বিরুদ্ধে নেদারল্যান্ডস ২-০ গোলে জিতল। অন্য ম্যাচে ইংল্যান্ড  ৬-২ ব্যবধানে হারিয়ে দিল ইরানকে।  কোচ গ্যারেথ সাউথগেট -এর প্রশিক্ষণে বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সবচেয়ে ভাল শুরু। এর আগে ১৯৮২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সকে ৩ গোলে হারিয়েছিল তারা। ২০২১ সালে ইউরো কাপের ফাইনালে ইতালির কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন বুকায়ো সাকা। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে সেই সাকাই জোড়া গোল করলেন।
  • প্রথম শ্রেণির ক্রিকেটে একগুচ্ছ বিশ্বরেকর্ড হল ভারতের মাটিতে। এদিন বিজয় হাজারে ট্রফির তামিলনাড়ু বনাম অরুণাচল প্রদেশের ম্যাচে স্থাপিত হল নজিরের পর নজির। তামিলনাড়ু জয়ী হল ৪৬৫ রানে , যা বিশ্বরেকর্ড। এর আগে ১৯৯০ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ৫০ ওভারের একটি ম্যাচে ডেভনকে ৩৪৬ রানে হারিয়েছিল সমারসেট। তামিলনাড়ুর ৫০৬ রানও নতুন রেকর্ড । এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দিনের ম্যাচে ইংল্যান্ডের ৪৯৮ রান ছিল সর্বোচ্চ। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলগত রান ছিল গতবছর পুদুচেরির বিরুদ্ধে মুম্বইয়ের তোলা ৪৫৭ রান। এদিন প্রথম উইকেটে নারায়ণ জগদীশন এবং বি সাই সুদর্শন তোলেন ৪১৬ রান। এটাও নতুন রেকর্ড। এক্ষেত্রে  রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের  ক্রিস গেল এবং মার্লন স্যামুয়েলস ২০১৫ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে  প্রথম উইকেটের জুটিতে তোলা ৩৭২ রান। ভারতের ঘরোয়া ক্রিকেটেই কেরলের সঞ্জু স্যামসন এবং সচিন বেবি জুটি ২০১৯ সালে গোয়ার বিরুদ্ধে  প্রথম উইকেট জুটিতে করেছিল ৩৩৮ রান। তামিলনাড়ুর উইকেট রক্ষক-ব্যাটার জগদীশন অবিশ্বাস্য খেলে ২৭৭ রান করলেন যা প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত স্তরে সর্বোচ্চ রান । মাত্র ১৪১ বল খেলে তিনি  ২৭৭ রান করলেন। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত শর্মা । যে রেকর্ড ভেঙে দিলেন তিনি। জগদীশন পরপর ৫টি ম্যাচে শতরান করলেন যা নতুন বিশ্বরেকর্ড ।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ওয়েস্ট ইন্ডিজ়ের একদিনের  দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন নিকোলাস পুরান।
 বিবিধ 

 

  • আরেজ পিরোজশাহ খামবাট্টা (৮৫) প্রয়াত হলেন। তিনি শরবত প্রস্তুতকারী সংস্থা রসনার প্রতিষ্ঠাতা। এই ব্যবসা তিনি বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে দিতে পেরেছিলেন।