কারেন্ট অ্যাফেয়ার্স ২২ নভেম্বর ২০২২

343
0
daily current affairs
Courtesy: NDTV Sports

আন্তর্জাতিক 
  • ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬৮। প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত কমপক্ষে ১৩ হাজার জনের আশ্রয়হীন হওয়ার খবর জানা গেছে । ২১ নভেম্বর এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬ ।এদিকে এরই মধ্যে ভূমিকম্প অনুভূত হল প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপরাষ্ট্রে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। এর ফলে সুনামির আশঙ্কা করা হচ্ছে।
  • সৌদি আরবে ১০ দিনের মধ্যে ১২ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হল। তাদের মধ্যে ৩ জন পাকিস্তানের ও ৪ জন সিরিয়ার নাগরিক। মাদক বিরোধী আইনে এই শাস্তি।
  • গত ৬ বছর ধরে পাকিস্তানের সেনাপ্রধান পদে রয়েছেন জেনারেল কমর জাভেদ বাজওয়া । এই সময়ে তাঁর ১২০০ কোটি টাকার বেশি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে দাবি করল পাকিস্তানের একটি ডিজিটাল ওয়েবসাইট। পাকিস্তান সরকার এই প্রসঙ্গে বলেছে , এইসব গোপন তথ্য ফাঁস হয়েছে যাদের জন্য তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।
 জাতীয় 
  • পশ্চিমবঙ্গে গত এক মাস সময়ে (২১ অক্টোবর তারিখের পর) করোনা ভাইরাস সংক্রমণে কোনও প্রাণহানি হয়নি। এদিন গোটা রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ছিল ১১ ।পজিটিভিটি রেট কমে হয়েছে ০.৩৪।
  • পিতা বা মাতার কর্মরত অবস্থায় মৃত্যু হলে সহানুভূতিজনিত চাকরি পাওয়ার দত্তক সন্তানের অধিকার সমান । এখানে কোনও বৈষম্য করা যায় না। একটা মামলার সূত্রে এই রায় দিল কর্ণাটক হাইকোর্ট।
  • পুলিশের গুলিতে নিহত হলেন মেঘালয়ের ৫ জন বাসিন্দা। উত্তেজিত জনতার প্রহারে প্রাণ হারালেন একজন বনকর্মী । এই ঘটনা ঘটেছে অসম- মেঘালয় সীমান্তে মেঘালয়ের মুকরোহ গ্রামে। বনকর্মীরা কাঠ চোরাচালান ঠেকাতে বৈধ কাগজপত্র বিহীন একটি কাঠবোঝাই গাড়ি থামানোর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 খেলা 
  • কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটাল সৌদি আরব। এদিন তারা ২-১ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনাকে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এই প্রতিযোগিতায় খেলতে এসেছিল আর্জেন্টিনা। সৌদির ফুটবলার আবদুলেলা আল-মালকি বলেছেন, খেলা শুরুর আগে ও বিরতিতে তাঁদের অনুপ্রাণিত করেন দলের কোচ হার্ভে রেনার্ড । আর্জেন্টিনার হয়ে পেনাল্টির সাহায্যে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। চারটি বিশ্বকাপের মূলপর্বে গোল করার নজির গড়লেন তিনি । মেসি ২০০৬, ২০১৪, ২০১৮ , ২০২২ বিশ্বকাপের মূলপর্বে গোল করেছেন, একমাত্র ২০১০ বিশ্বকাপে কোনও গোল পাননি । এই নিয়ে ৬ বার বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাস্ত হল আর্জেন্টিনা । এদিনই অন্য ম্যাচে পোল্যান্ড-মেক্সিকোর মধ্যে খেলা গোলশূন্য ড্র হওয়ায় গ্রুপে সবচেয়ে নীচে নেমে গেল আর্জেন্টিনা।ডেনমার্ক ও তিউনিসিয়ার ম্যাচও গোলশূন্য ড্র হল। ফ্রান্স ৫-১ গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে।
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলে এমরসুমে আর খেলতে দেখা যাবে না সি আর সেভেনকে । ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । এদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটি বিবৃতিতে একথা জানালো ।
  • নিউজিল্যান্ড সফরে ভারত – নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ বাতিল হয়ে গেল বৃষ্টির কারণে । ফলে একমাত্র ম্যাচটি জেতার সুবাদে সিরিজ জয় করল ভারত ।
 বিবিধ 
  • ভারত -রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে পা রাখল। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ হিন্দি সম্ভাষণে বললেন, ‘দোস্তি সে জাদা কুছ নেহি হোতা’।