কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ নভেম্বর ২০২২

495
0
daily current affairs
Courtesy: Reuters

আন্তর্জাতিক
  • নেপালের সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা নেতৃত্বাধীন দল নেপালি কংগ্রেস। নিজের কেন্দ্র ধানকুটায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি সপ্তম বার তিনি ওই আসনে জয়ী হলেন। পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবন তিনি কখনও পরাস্ত হননি। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থী হওয়া তরুণ ইঞ্জিনিয়ার সাগর ধাকল হাজার খানেক ভোটের বেশি পাননি। ভোটগণনা চলছে।
  • ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পের পর এখনও নিখোঁজ ১৫১ জন। কম্পনের পর অন্তত ১৪০ বার অনুকম্পন হয়েছে। প্রাণহানি হয়েছে ২৬৮ জনের।
জাতীয় 
  • দেশের নির্বাচন কমিশনার হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া অরুণ গয়ালের নিয়োগ বিষয়ক ফাইল দেখতে চাইলে সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটিতে দেশের প্রধান বিচারপতিকে রাখা যায় কিনা বা নিয়োগের জন্য সুপ্রিম কোর্টে যেমন কলেজিয়াম ব্যবস্থা আছে তেমন কোনও ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বলে জানালো সর্বোচ্চ আদালতের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। প্রসঙ্গত , নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা।
  • পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সি ভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
  • ভারতের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল । বুধবার ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে মাঝারি পাল্লার ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হল।
  • পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত পদে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় দায়িত্ব নেবেন বলে জানানো হল।
খেলা  
  • কাতার বিশ্বকাপে ফের অঘটন। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। এই প্রথমবার জাপান ফুটবলে পরাস্ত করল জার্মানিকে। এর আগে আর একটি অঘটন ঘটিয়ে সৌদি আরব পরাস্ত করেছিল আর্জেন্টিনাকে। দুই এশীয় দেশের খেলা তাক লাগিয়ে দিয়েছে ক্রীড়ামোদীদের। এদিন মরক্কো ক্রোয়েশিয়া ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। বেলজিয়াম ১-০ গোলে হারিয়ে দিল কানাডাকে। অন্যদিকে স্পেন ৭-০ গোলে হারালো কোস্টারিকাকে।
বিবিধ 
  • পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা বিক্রম গোখলে (৮২) ।প্রথম জীবনে মারাঠা নাটক ও চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তারপর পা রাখেন হিন্দি ছবির জগতে । প্রথম ছবি ‘পরওয়ানা’। ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘হম দিল দে চুকে সনম’ ‘নিকম্মা’, ‘মিশন মঙ্গল’-সহ বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন। মরাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।