কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুলাই ২০২১

schedule
2021-07-27 | 18:36h
update
2021-07-27 | 18:40h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • সুহয়া আডেন ও তার দুই শিশুকে আশ্রয় দেওয়া হবে বলে জানাল নিউজিল্যান্ড। সুহয়ার জন্ম নিউজিল্যান্ডে। ছয় বছর বয়সে তিনি অস্ট্রেলিয়া চলে যান। ২০১৪ সালে কুড়ি বছর বয়সে আই এস জঙ্গিদের ভাবধারায় প্রভাবিত হয়ে সিরিয়ায় চলে যান। ২০১৯ সালে আই এস এর পতনের পর তিনি অস্ট্রেলিয়া ফিরতে চান। জঙ্গি যোগের কারণে তার নাগরিকত্ব বাতিল করে দেয় অস্ট্রেলিয়া সরকার।
  • আফগানিস্তানে চলতি বছরে জঙ্গিদের হামলায় ১৬৫৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই সময়ের তুলনায় তা ৪৭ শতাংশ বেশি। রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। প্রসঙ্গত গোটা আফগানিস্তানের প্রায় অর্ধেকই নিজেদের দখলে নিয়ে নিয়েছে তালেবান গোষ্ঠী।
Advertisement

জাতীয়
  • সীমান্ত বিবাদ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল উত্তর-পূর্ব ভারতের দুটি রাজ্য। গাড়ো মিজোরামের একটি জেলার সীমান্তে লায়লাপুরে ৬ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫০ জন। প্রাণহানি হয়েছে অসম পুলিশের ছয় কর্মীর।
  • দেশের প্রথম রাজ্য হিসাবে মহারাষ্ট্র করোনা টিকার প্রথম ও দ্বিতীয় উভয়ের ক্ষেত্রেই এক কোটির মাইলফলক সম্পূর্ণ করল। ১,০০,৬৪,৩০৮ জন দুটি ডোজ ও ৩,১৬,০৯,২২৭ জন একটি করে ডোজ পেয়েছেন বলে দাবি করল মহারাষ্ট্র সরকার।
  • কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বি এস ইয়েদুরাপ্পা।
বিবিধ
  • বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল লন্ডন হাইকোর্ট।
  • ইজরায়েলের সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন ভিমরাও লোকুর ও কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন কাজ করবে।
খেলা
  • ১৩ বছর ৩৩০ দিন বয়সে অলিম্পিকে সোনা জিতল জাপানের মোশিজি নিশিয়া। এই বিভাগে পদকজয়ী তিন জনের বয়স যথাক্রমে ১৩, ১৩ ও ১৬ বছর। বয়সের গড় ১৪ বছর ১৯১ দিন। যা বিরলতম ঘটনা। প্রসঙ্গত,অলিম্পিকে ১৯৩৬ সালে বার্লিনে স্প্রিং বোর্ড ডাইভিংয়ে সোনা জিতে  রেকর্ড করেছিলেন মারিয়োরি গেস্ট্রিং।
  • অলিম্পিকে টেনিসে দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ইউ ফুল এর কাছে পরাস্ত হলেন সুতীর্থা মুখোপাধ্যায়। বিদায় নিলেন মণিকা বাত্রা। ভারতের মহিলা হকি দল নেদারল্যান্ডসের পর জার্মানির কাছেও পরাস্ত হল। সাঁতারে ২৪ তম স্থান পেলেন সাজন প্রকাশ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 07:04:19
Privacy-Data & cookie usage: