কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ নভেম্বর ২০২২

449
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনী প্রকাশিত হল। নাম ‘এলিজাবেথ : অ্যান ইন্টিমেট পোর্ট্রেট’। এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র তথা বর্তমানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের বন্ধু জাইলস ব্রান্ডরেথ এই বইটি লিখেছেন। ব্রান্ডরেথ নিজেও সাংসদ। এখানে উল্লেখ করা হয়েছে যে, শেষ দিকে মজ্জার ক্যান্সারে ভুগছিলেন এলিজাবেথ।
  • চিন ২০২৮ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের জন্য একটা বেস স্টেশন তৈরি করবে। ২০৩২ সালের মধ্যে তারা সেখানে নভশ্চর পাঠাবে বলে দাবি করল।
জাতীয় 
  • দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হল সংবিধান দিবস। ১৯৪৯ সালের এই দিনে দেশের সংবিধানটি গণপরিষদের অধিবেশনে গৃহীত হয়েছিল। এদিন মূল অনুষ্ঠানটি হয় সুপ্রিম কোর্টে। সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
  • কুখ্যাত মুম্বই হামলার ১৪তম বার্ষিকী পালিত হল। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলায় ১৬৬ জন সাধারণ মানুষ ও ১৮ জন নিরাপত্তা কর্মীর প্রাণ গিয়েছিল।
  • একসঙ্গে ৯ টি কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত করল ইসরো। পিএসএলভি রকেটের সাহায্যে এই অভিযান সফল হল । এই নিয়ে ৫৬ বার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো হল এই রকেটের সাহায্যে।
  • বিহারের বেগুসরাইয়ে গরহরা রেল ইয়ার্ড থেকে চুরি গেল আস্ত একটা রেল ইঞ্জিন। রীতিমতো সুড়ঙ্গ খুঁড়ে ইঞ্জিনের অংশ টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে চোরের দল।

 

খেলা 
  • কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়ে দিল তিউনিসিয়াকে। প্রসঙ্গত , দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া ওশিয়ানিয়ার অন্তর্গত। কিন্তু ফুটবলে তারা এশীয় ফুটবল সংস্থার অধীনে। ফলে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে তারা এশিয়ার হয়েই খেলে। এদিকে পরপর দুটি ম্যাচ জিতে নক আউট পর্বে পৌঁছনো রাস্তা পাকা করে ফেলল ফ্রান্স। এদিন তারা ২-১ গোলে হারিয়ে দিল ডেনমার্ককে । জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। মাত্র ২৩ বছর বয়সেই নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলেই ৭টি গোল করে ফেললেন তিনি। স্পর্শ করলেন লিওনেল মেসির ৫ বিশ্বকাপে করা ৭ টি গোলের রেকর্ড। পোল্যান্ড ২-০ গোলে জয়ী হল সৌদি আরবের বিরুদ্ধে। সৌদির ফুটবলার আলদাওসারির পেনাল্টি থেকে গোল করতে পারেননি। আর্জেন্টিনা ২-০ গোলে পরাস্ত করল মেক্সিকোকে। লিওনেল মেসি একটি গোল করেছেন।

 

বিবিধ 
  • পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা বিক্রম গোখলে।ঠিক তিনদিন আগে তিনি যখন কোমায় আচ্ছন্ন তখনই তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। মারাঠা নাটকে দীর্ঘকাল তিনি চুটিয়ে অভিনয় করেছেন। অভিনয় করেছেন বহু হিন্দি চলচ্চিত্রেও। যেমন ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘হম দিল দে চুকে সনম’ ‘নিকম্মা’, ‘মিশন মঙ্গল’। প্রথম ছবি ‘পরওয়ানা’। মরাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেতার জাতীয় পুরস্কার। মারাঠি ছবি ‘আঘাত’-এর পরিচালক ছিলেন তিনি।
  • মহারাষ্ট্রের থানেতে একটা অনুষ্ঠানে মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগ উঠল যোগগুরু রামদেবের বিরুদ্ধে। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল এই অভিযোগ নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন। রামদেবের ক্ষমা প্রার্থনা করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।