কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ নভেম্বর ২০২২

schedule
2022-11-28 | 10:27h
update
2022-11-28 | 10:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • করোনা ভাইরাস প্রতিরোধে চিন এখনো জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে। তাতেই প্রাণ ওষ্ঠাগত সেখানকার নাগরিকদের। এর প্রতিবাদে রীতি ভেঙে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে চিনে। এদিন রাজধানী শহর বেজিং এবং বাণিজ্যিক রাজধানী শাংহাইয়ের পথে নামলেন কয়েকশ মানুষ। রাজপথে বিক্ষোভ দেখালেন  বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের স্লোগান ছিল , ‘‘লকডাউন চাই না, মুক্তি চাই।’’ খোদ রাষ্ট্রপতির বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা যায় তাঁদের। চিনে ফের করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ফলে আক্ষরিক অর্থেই তালাবন্দি জীবন কাটাতে হচ্ছে নাগরিকদের। তথাপি চিনে নাগরিকদের প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন বিরল। এদিকে চিনে ও জাপানে কোভিড সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চিনে এদিন প্রায় চল্লিশ হাজার জন ও জাপানে সওয়া এক লক্ষ জন সংক্রমিত হয়েছেন।
  • দুনিয়া জুড়ে প্রতিবাদ চললেও ইরান সরকার অটল আছে নিজেদেরই অবস্থানে। হিজাব না পরে আসা এক মহিলাকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার ‘অপরাধে’ ইরানের এক ব্যাঙ্ক ম্যানেজারকে চাকরি থেকে ছাঁটাই করা হল। রাজধানী তেহরানের অদূরে কোওম প্রদেশের একটি ব্যাঙ্কে  হিজাব ছাড়াই ঢুকেছিলেন ওই গ্রাহক। তাঁকে পরিষেবা দেন ওই ব্যাঙ্কের ম্যানেজার। সমাজমাধ্যমে সে ছবি ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ওই ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়।
  • বিশ্বের দীর্ঘতম মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে নতুন রেকর্ড করেছেন ইকুয়োটোরিয়াল গিনির রাষ্ট্রপতি তেওডারো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো। গত ৪৩ বছর ধরে তিনি আফ্রিকার দেশটি শাসন করছেন । এদিন তিনি নির্বাচিত হলেন ষষ্ঠ বারের জন্য। পেয়েছেন ৯৫ % ভোট। ৮০ বছর বয়সী ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো কখনও ৯৩ % এর কম ভোট পাননি।
Advertisement

জাতীয়
  • নতুন বছরে ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথির আসনে থাকবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাতাহ আল সিসি। এর আগে মিশরের কোনও রাষ্ট্রপতি ভারতে সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হননি।
  • হরিয়ানার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশিত হল। ২২টি জেলা পরিষদে সদস্য আছেন ৪১১জন , ১৪৩ পঞ্চায়েত সমিতিতে সদস্য রয়েছেন ৩,০৮১ সদস্যের। জেলা পরিষদ এবং পঞ্চায়েতের সভাপতি নির্বাচনের জন্য ভোট হয়েছিল তিন দফায়। এক্ষেত্রে সবথেকে বেশি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা। তারপর যথাক্রমে বিজেপি , কংগ্রেস , জননায়ক জনতা, বিসপি-এর স্থান ।
খেলা 
  • ভারতীয় অলিম্পিক সংস্থার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন পি টি ঊষা। তিনিই প্রথম মহিলা যিনি এই পদে বসবেন। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য এদিন ছিল মনোনয়ন পত্র পেশ করার শেষ দিন। ভারতের কিংবদন্তি পি টি ঊষা ছাড়া আর কেউ ওই পদে বসার জন্য মনোনয়ন পত্র পেশ করেন নি। বর্তমানে ভারতের ফুটবল, ক্রিকেট , হকি সংস্থার সভাপতি পদে রয়েছেন কোনও না কোনও প্রাক্তন খেলোয়াড়। এদিন নতুন পদে বসার জন্য পি টি ঊষাকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু।
  • কাতার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিল মরক্কো। ফলে গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল বেলজিয়াম এবার স্পষ্টতই বিপাকে। কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে অবশ্য জিতেছিল বেলজিয়াম। অন্য ম্যাচে গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়া ১-৪ গোলে পরাস্ত করল কানাডাকে। প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে যাওয়ার পর  বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ের সরণিতে ফিরল ক্রোয়েশিয়া। এদিন অবশ্য ম্যাচ শুরুর ৬৮ সেকেন্ডের মাথায় কানাডার হয়ে গোল করেন আলফোন্সো ডেভিস। আগের ম্যাচে পেনাল্টি থেকেও  বেলজিয়ামের বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হন তিনি। অন্য ম্যাচে জাপান ০-১ গোলে হেরে গেল কোস্টারিকার কাছে। স্পেন – জার্মানি ম্যাচ ১-১ গোলে ড্র হল। এদিকে ২৬ নভেম্বর আর্জেন্টিনার হয়ে ২১তম ম্যাচ খেলেছেন লিওনেল মেসি । স্পর্শ করেছেন দিয়েগো মারাদোনার রেকর্ড। বিশ্বকাপে ৮ টি গোল হয়ে গেল তাঁর । বিশ্বকাপে মোট ৭ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি।

 

বিবিধ 
  • সুন্দরবনে বাঘরোলের সংখ্যা অন্তত ৩৮৫। সুন্দরবনে যে স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছে তার ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। দেশে বাঘরোলের গণনা হচ্ছে এই নিয়ে দ্বিতীয় বার। এর আগে ওড়িশার চিলকায় বাঘরোলের গণনা হয়েছিল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2024 - 16:14:11
Privacy-Data & cookie usage: