কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ নভেম্বর ২০২২

schedule
2022-12-01 | 05:49h
update
2022-12-01 | 05:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মিশরে কায়রো থেকে ৬৫ কিলোমিটার দূরে কেওয়াইসনা নামক স্থানে একটি প্রাচীন সমাধিক্ষেত্র খুঁজে পাওয়া গেল। খ্রিস্টপূর্ব ৩০০ থেকে ৬৪০ খ্রিস্টাব্দের মধ্যে সমাধিস্থ করা হয়েছিল এমন তিনটি মমি পাওয়া গেছে সেখানে। তাদের জিভ সোনা দিয়ে বাঁধানো।
  • পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির দায়িত্ব নেওয়ার আগেই হুমকি দিল কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাক তালিবানরা তাদের সঙ্গে পাক সেনাবাহিনীর সংঘর্ষবিরতি অমান্য করার ঘোষণা করল। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও  পাকিস্তানের অন্যান্য এলাকায় হামলার হুঁশিয়ারি দিল পাক তালিবানরা।
  • চিনে সাদা কাগজ নিয়ে মানুষের প্রতিবাদ বিক্ষোভ ঠেকাতে পথে নেমে পড়েছে পুলিশ। করোনা বিধির প্রতিবাদ জানাতে বিক্ষোভ শুরু হলেও তা এখন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে চিনে। এদিনও বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়।

 

 জাতীয়
  • প্রবীণ সিপিআই এম নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় (৬৭) প্রয়াত হলেন। পশ্চিমবঙ্গে সরকারি স্তরে তাঁর হাত ধরেই কম্পিউটার-এর ব্যবহার শুরু হয়েছিল। তিনি বিভিন্ন সময়ে রাজ্য সরকারের পর্যটন, পরিবেশ, যুব কল্যাণ, তথ্যপ্রযুক্তি দপ্তরে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
  • পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা সামনে এল বিহারে। এর আগে লোহার সেতু, রেল ইঞ্জিন চুরি হয়েছে সেখানে। এবার গৃহ কর্র্তাকে বোকা বানিয়ে চুরি হল আস্ত একটা মোবাইল টাওয়ার। পাটনা শহরের গার্ডানিবাগ এলাকার রাজপুতানা কলোনিতে জনৈক ব্যক্তির বাড়ির ছাদে বসানো হয়েছিল সেটি। সেখান থেকেই চুরি হয়েছে আস্ত টাওয়ারটি।
  • ভারত থেকে গাড়ি, বিমান, ট্রেন , বিভিন্ন জলযানের যন্ত্রাংশ ও সরঞ্জামসহ ৫০০ রকম পণ্য আমদানি করতে চায় রাশিয়া। ইউরোপের বিভিন্ন রকম নিষেধাজ্ঞার জেরে তারা ভারতের সঙ্গে বাণিজ্যিকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তখনই পশ্চিমী নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত- রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে গেছে।
  • দেশে প্রসবের সময় মায়ের মৃত্যুর হার কমল। ২০১৪-১৬ সালে প্রতি দশ লক্ষ জনে প্রসবের সময় মায়ের মৃত্যুর গড় ছিল ১৩০। ২০১৮-২০ সালে তা হয়েছে ৯৭। সবথেকে বেশি মৃত্যু হয়েছে অসমে, সবচেয়ে কম কেরলে।
Advertisement

 

খেলা
  • কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছল নেদারল্যান্ডস। আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দিল সেনেগাল। ইকুয়েডর-সেনেগাল এর মধ্যে যে  জিতত, সেইই দলই পৌঁছে যেত প্রি কোয়ার্টার ফাইনালে। ইকুয়েডর ড্র করলেও পরের রাউন্ডে চলে যেত। কিন্তু শেষপর্যন্ত এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলোয় গেল সেনেগাল।মার্কিন যুক্তরাষ্ট্র ১-০ গোলে পরাস্ত করল ইরানকে। এদিন ইরানের ফুটবলারদের খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়। ইংল্যান্ড৩-০ গোলে পরাস্ত করল ওয়েলসকে।

 

বিবিধ
  • এয়ার ইন্ডিয়ার সঙ্গে বিস্তারা বিমান পরিবহন সংস্থাকে মিশিয়ে একটি নতুন বিমান পরিবহন সংস্থা তৈরি করা হবে। এই সিদ্ধান্ত জানালো বিস্তারা বিমান সংস্থার দুই শরিক টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স। নতুন বিমান পরিবহন সংস্থা তৈরি হলে তা হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থা। প্রথম স্থানে রয়েছে ইন্ডিগো।
  • এনডিটিভি-এর মূল সংস্থা আর আর পি আর থেকে পদত্যাগ করলেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। সম্প্রতি এনডিটিভি কিনে নেওয়ার বিষয়ে অগ্রসর হয়েছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই সংস্থার ২৯.১৮ % শেয়ার হাতে এসেছে ওই গোষ্ঠীর।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 18:29:26
Privacy-Data & cookie usage: