আন্তর্জাতিক
- ইরানে নীতি পুলিশ বাহিনী বাতিলের খবর ছড়িয়ে পড়তেই প্রথমে উৎসবে মেতেছিলেন আন্দোলনকারীরা। এটাকে হিজাব বিরোধী আন্দোলনের জয় হিসেবে দেখছিলেন তাঁরা । কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও সরকারি ভাবে কোনও ঘোষণা না হওয়ায় সন্দিহান হয়ে পড়েছেন তাঁরা ।
- ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া। ইউক্রেন সেনার দাবি, রাশিয়া অন্তত ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তার মধ্যে ৬০টিকে আকাশপথেই ধ্বংস করে দেওয়া হয়। তবে জাপোরিজিয়ায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এই জাপোরিজিয়া থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার তথা ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ।
- মার্কিন গবেষক অ্যান্ড্রু হাফ দাবি করলেন , সার্স কোভ-২ বা নোভেল করোনা ভাইরাস মানব সৃষ্ট । চিনের উহান পরীক্ষাগার থেকে তা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ।
জাতীয়
- জি ২০ বৈঠকের প্রস্তুতি হিসেবে সর্বদলীয় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর , প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল , কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, বিজেপির সভাপতি জেপি নড্ডা, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা প্রমুখ। প্রসঙ্গত, ২০২৩ সালে জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সেপ্টেম্বর মাসে দিল্লিতে বসবে শীর্ষ সম্মেলন । ২০টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন ওই সম্মেলনে । এ ছাড়া বাংলাদেশ, ওমান, স্পেন, মরিশাস, সিঙ্গাপুর, নেদারল্যান্ডসসহ ১০টি দেশের রাষ্ট্রপ্রধান বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন ।
- পশ্চিমবঙ্গে স্কুলের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে ২১০০০ পদে দুর্নীতি হয়েছে বলে একটি মামলায় মন্তব্য করল সিবিআই । পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থার গাজিয়াবাদের অফিস থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তারা ।
খেলা
- কাতার বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল জাপান । ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথমে গোল করে জাপান । ক্রোয়েশিয়া গোল শোধ করে দেয় । শেষে টাইব্রেকারে ৩-১ গোলে জয়ী হল ক্রোয়েশিয়া । টাইব্রেকারে জাপানের তিনটি শট বাঁচিয়ে দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ । এদিন অপর প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে ।
- পাকিস্তান সফরে প্রথম টেস্টে জয়ী হল ইংল্যান্ড । রাওয়ালপিন্ডিতে ৭৪ রানে পাকিস্তানকে পরাস্ত করল তারা । প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬৫৭ রান ও পাকিস্তান ৫৭৯ রান করেছিল । ইংল্যান্ডের জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুক শতরান করেছিলেন।পাকিস্তানের হয়ে মহম্মদ শফিক, ইমাম উল হক ও বাবর আজ়ম শতরান করেন।
বিবিধ
- ফরাসি লেখক দমিনিক লাপিয়ের ( ৯১) প্রয়াত হলেন । ১৯৩১ সালের ৩০ জুলাই ফ্রান্সের শাতেলাইলোঁ প্লাজ শহরে জন্ম হয়েছিল তাঁর । মার্কিন গল্পকার ল্যারি কলিন্সের সঙ্গে তাঁর যৌথ ভাবে রচিত উপন্যাস ‘দ্য ফিফথ হর্সম্যান’ তুমুল জনপ্রিয় হয়েছিল। তাঁদের দুজনের যৌথভাবে লেখা ৬টি বইয়ের ৫ কোটি কপি বিক্রি হয়েছিল। ভারতের বিশেষত কলকাতা শহরের সঙ্গে তাঁর ছিল অন্তরের যোগ । কলকাতা শহরে থেকে নিজের চোখে এক রিকশাচালকের নিত্য দিনের জীবনযাত্রা দেখে তিনি লিখেছিলেন উপন্যাস ‘সিটি অফ জয়’। পরে এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয় । ১৯৮৪ সালের ভুপাল গ্যাস কেলেঙ্কারির পর মানুষের জীবনে কী প্রভাব পড়ল, তা নিয়ে ৩ বছর ধরে গবেষণা করেন তিনি । এজন্য ভুপালেই থেকে যান । তারপর যৌথভাবে লিখলেন ‘ফাইভ পাস্ট মিডনাইট ইন ভোপাল’। তাঁর সাড়াজাগানো গ্রন্থ ‘ইজ় প্যারিস বার্নিং’, ‘অর আই উইল ড্রেস ইউ ইন মর্নিং’, ‘ও জেরুসালেম’, ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ প্রভৃতি । ২০০৮ সালে লপিয়েরকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ।
- আন্তর্জাতিক ক্ষেত্রে একটি গৌরবোজ্জ্বল ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ডাক পেলেন তিনি। শুধু ভারতই নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসাবে এই সম্মান পেলেন দীপিকা।