কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২২

410
0
daily current affairs

আন্তর্জাতিক

  • দক্ষিণ কোরিয়ার সিনেমা, টেলিভিশন সিরিজ দেখার অপরাধে দুজন ছাত্রকে মৃত্যুদণ্ড দিল উত্তর কোরিয়ার আদালত। ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও জানা গেছে। উত্তর কোরিয়ার হায়সান শহরের ঘটনা এটি।
  • কোভিড বিধি শিথিল করে চিনের প্রশাসন জানালো , এখন থেকে বেজিংয়ের সুপার মার্কেটগুলি থেকে জিনিস কিনতে গেলে আর কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে না। চিনে কড়া কোভিড বিধির বিরুদ্ধে মানুষের অসন্তোষ দেখে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
  • কানাডায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন একজন শিখ মহিলা। তিনি ভারতীয় বংশোদ্ভূত। কানাডার মিসিসাউগার একটি পেট্রল পাম্পের সামনে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।  তাঁর নাম পবনপ্রীত কউর। তিনি কানাডার ব্র্যাম্পটনের বাসিন্দা।

জাতীয়

  • লাটাভিয়ার এক মহিলাকে খুনের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ২০১৮ সালে কেরলের তিরুবনন্তপুরমে লাটভিয়ার এক মহিলাকে খুনের অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ।
  • রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে আরটিআই আন্দোলনকারী তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করল পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ভুয়ো সংবাদ টুইট করার অভিযোগে তাঁকে গুজরাত পুলিস গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
  • ২০২৪ সালের মধ্যেই দেশে ২৬টি গ্রিন এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাবে বলে দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এর ফলে আরও দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যাবে।
  • স্বাস্থ্য ক্ষেত্রে হ্যাকাররা সমানেই হামলা চালিয়ে যাচ্ছে। গত ৩০ নভেম্বর ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর সার্ভার ৬০০০ বারেরও বেশি বার হ্যাক করার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।

খেলা

  • কাতার বিশ্বকাপ ফুটবলে ফের অঘটন। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টাইব্রেকারে তাদের ৩-০ গোলে হারিয়ে এই অঘটন ঘটালো মরক্কো। এই প্রথম বার মরক্কো বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলবে। এই স্পেনই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে।পরে অবশ্য তারা জাপানের কাছে হেরে যায় । এদিকে অন্য প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ৬-১ গোলে বিধ্বস্ত করল সুইজারল্যান্ডকে । এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন পর্তুগালের নতুন তারকা গনসালো রামোস। তিনি কার্যত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গাতেই শুরু থেকেই খেললেন। আগের ম্যাচে কোচের বিরুদ্ধে অঙ্গভঙ্গি করায়  রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ ফার্নান্দো স‍্যান্টোস। পরে পরিবর্ত হিসেবে রোনাল্ডোকে নামানো হয়।
  • টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা দিল না ভারত। কূটনৈতিক কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

বিবিধ

  • চলতি ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাষ দিল বিশ্বব্যাংক ।
  • ফবোর্স পত্রিকার ‘হিরোস অব ফিল্যানথ্রোপি’ তালিকায় নাম উঠল ভারতের শিল্পপতি গৌতম আদানির। সামাজিক উন্নয়নের জন্য বিপুল ব্যয় করার জন্য তাঁর নাম এই তালিকায় উঠেছে বলে জানা গেছে।